চোর থেকে সোজা ভগবান! রইল ছোট পর্দার রানীমা দিতিপ্রিয়ার কেরিয়ারের অজানা কাহিনী
খুদে চোরের চরিত্রে প্রথম নজর কাড়া অভিনয়, আজ দর্শকদের প্রিয় 'রানী মা' দিতিপ্রিয়া

বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি রাণীমা নামেই বেশি পরিচিত। ‘করুণাময়ী রানী রাসমণি’ (Karunamoye Rani Rasmoni) করেই বাংলার ঘরে ঘরে রানীমা হয়ে উঠেছিলেন দিতিপ্রিয়া।
প্রসঙ্গত করুণাময়ী রানী রাসমণিতে সুযোগ পাওয়ার অনেক আগে থেকেই অভিনয়ের সাথে যুক্ত ছিলেন অভিনেত্রী। আসলে তাঁর বাবা যুক্ত ছিলেন অভিনয় জগতের সাথে। সেই সূত্রেই অনেকের সাথে বেশ পরিচিতি ছিল অভিনেত্রীর। তাই ছোট থেকেই দিতিপ্রিয়াকে দেখে অনেকেই তাঁর সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করতেন।
কিন্তু বাবার কড়া শাসনের জন্য তা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু অভিনয় যাঁর রক্তে রয়েছে তাঁকে অভিনয় করা থেকে আটকায় কার সাধ্যি! তাই সময়ের সাথে সাথে ধীরে ধীরে ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করেন দিতিপ্রিয়া। প্রথমবার অভিনেত্রী নজর কেড়েছিলেন স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মা তোমায় ছাড়া ঘুম আসেনা মা’তে ।
এই ধারাবাহিকে চোরের চরিত্রে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া। এরপর চোর থেকে একেবারে সোজা দিতিপ্রিয়া হয়ে যান ভগবান। একই চ্যানেলের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘দুর্গা’তে দেবী দুর্গার রূপেই তাঁকে দেখেছিলেন দর্শক। আর এরপরেই একেবারে স্রোতের বিপরীতে হেঁটে দিতিপ্রিয়া অভিনয় করেন জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে।
এই মেগা সিরিয়ালে এই বয়সেই রানীমার চরিত্রে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া অভিনীত এই রাণীমা চরিত্রটি বাংলা সিরিয়ালের ইতিহাসে নিঃসন্দেহে একটি মাইলস্টোন। তবে রানী রাসমণি শেষ হয়ে যাওয়ার পর দিতিপ্রিয়া চেয়েছিলেন রানীমার খোলস ছেড়ে বেরিয়ে নিজের নামেই পরিচিত হতে।
এখন সিনেমা থেকে ওয়েব সিরিজ বিনোদনের বিভিন্ন মাধ্যমে দাপিয়ে অভিনয় করছেন দিতিপ্রিয়া। একের পর এক ঠাসা প্রজেক্ট অভিনেত্রীর হাতে। ইদানিং এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন মানুষ তাঁকে রাণীমার পরিবর্তে দিতিপ্রিয়া নামে বেশি চিনছেন।