• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ কাজলের K3G সিনেমার ছোট্ট কৃশ আজ হ্যান্ডসাম যুবক! ফিগারে টেক্কা দেবেন বলিউড তারকাদের

Published on:

Unknown facts about kabhi khushi kabhi gham krish actor jibran Khan

আজ থেকে ২ দশক আগের কথা। ২০০১ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর (Karan Johar) পরিচালিত একাধিক সুপারস্টারের সম্মিলিত বিগ বাজেটের ছবি ‘কভি খুশি কভি গম’ (Kabhi Khushi Kabhi Gham)। ব্লকবাস্টার এই ছবিতে করণ জোহরের হাত ধরেই ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবার এক ফ্রেমে ধরা পড়েছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, করিনা কাপুর এবং হৃত্বিক রোশন-এর মতো তিন প্রজন্মের তাবড় বলিউড (Bollywood) তারকারা।

এই সিনেমার হাত ধরে পরিচালক করণ জোহরসহ ব্যাপক সাফল্য পেয়েছিলেন অন্যান্য তারকারাও। এই সিনেমার হাত ধরেই সেসময় দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শাহরুখ কাজলের ছেলে ‘কৃশ’ (Krish) চরিত্রের অভিনেতা জিব্রান খান (Jibran Khan)। আদতে মুম্বাইয়ের বাসিন্দা এই অভিনেতা জন্ম ১৯৯৩ সালে ৪ ডিসেম্বর। বর্তমানে তার বয়স ২৯ বছর।

বলিউড,Bollywood,করণ জোহর,Karan Johar,কভি খুশি কভি গম,Kabhi Khushi Kabhi Gham,কৃশ,Krish,জিব্রান খান,Jibran Khan

প্রসঙ্গত করণ জোহর পরিচালিত তারকাখচিত সিনেমা ‘কভি খুশি কভি গম’ দিয়েই সেসময় বলিউডে হাতেখড়ি হয়েছিল জিব্রানের। অনেকেই হয়তো জানেন না জিব্রান খান হলেন জনপ্রিয় টেলি অভিনেতা ফিরোজ খানের ছেলে। যিনি একসময় মহাভারতে অর্জুন চরিত্রে অভিনয় করেছিলেন। জিব্রান খান কাভি খুশি কাভি গাম সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেলেও তার অভিনীত আরো বেশ কিছু সিনেমা রয়েছে, যা ব্যাপক সাফল্য পেয়েছিল।

বলিউড,Bollywood,করণ জোহর,Karan Johar,কভি খুশি কভি গম,Kabhi Khushi Kabhi Gham,কৃশ,Krish,জিব্রান খান,Jibran Khan

এই তালিকায় রয়েছে, ‘কিউকি মে ঝুট নেহি বোলতা, ‘রিস্তে’ প্রভৃতি। আজ থেকে ২২ বছর আগে ২০০০ সালে বি.আর চোপড়ার বিষ্ণুপুরাণে ধ্রুব চরিত্রে অভিনয় করেছিলেন জিব্রান। প্রসঙ্গত কাভি খুশি কাভি গম-এর পর বেশ কিছু বিজ্ঞাপনের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। পরবর্তীতে পড়াশোনা শেষ করে জিব্রান শামাক দাবারের ইনস্টিটিউটে নাচের প্রশিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। প্রসঙ্গত এই ইনস্টিটিউটের মালিক ছিলেন তারই বাবা।

বলিউড,Bollywood,করণ জোহর,Karan Johar,কভি খুশি কভি গম,Kabhi Khushi Kabhi Gham,কৃশ,Krish,জিব্রান খান,Jibran Khan

তবে শুধু অভিনয় কিংবা নাচই  নয় মার্শাল অর্থেও দারুন পারদর্শী অভিনেতা।  তবে আগের সেই ছোট্ট কৃশকে এখন দেখলে চমকে যাবেন যে কেউ। কারণ সেদিনের সেই মিষ্টি দেখতে বাচ্চা ছেলেটা এখন এতটাই হ্যান্ডসম  হয়ে উঠেছেন যে সজজেই তিনি টক্কর দিতে পারেন বলিউডের তাবড় অভিনেতাদেরও। বলিউডে ডেবিউ করার জন্য রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছেন তিনি। সেকথা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা তার নিয়মিত শরীর চর্চার ছবি এবং ভিডিও দেখে বোঝা যায় সহজেই।

বলিউড,Bollywood,করণ জোহর,Karan Johar,কভি খুশি কভি গম,Kabhi Khushi Kabhi Gham,কৃশ,Krish,জিব্রান খান,Jibran Khan

প্রসঙ্গত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত আলিয়া ভাট এবং রণবীর  কাপুর অভিনীত ব্রহ্মাস্ত্র সিনেমাতে এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন জিব্রান খান। তবে বর্তমানে অভিনেতা বলিউডে ডেবিউ করার জন্য বিভিন্ন জায়গায় অডিশন  দিচ্ছেন। একবার এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন তিনি কভি খুশি কাভি গাম এর সেই ছোট্ট কৃশের  ক্যারেক্টারটা থেকে বেরিয়ে দর্শকদের কাছে নিজেকে এবার নতুন রূপে তুলে ধরতে চান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥