বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা (Joba) নামেই বেশি পরিচিত। টানা চার বছর টিভির পর্দায় চলেছিল এই সিরিয়াল। তবে এই সিরিয়াল শেষ হওয়ার পর দু’বছর পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। তবে সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে তার নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’।
তবে অনেকেই হয়তো জানেন না পর্দার এই জবার বাস্তব জীবনে লড়াইয়ের কাহিনী। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল জোশ টকস-এ এসে খোলামেলা আড্ডায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।সেখানে তিনি অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছিলেন তার জীবনে কঠিন লড়াইয়ের অজানা কাহিনী (Unknown Facts)। অভিনেত্রী জানান তিনি যখন খুবই ছোট অর্থাৎ মাত্র তৃতীয় শ্রেণীর ছাত্রী তখন তিনি জানতে পারেন তার মায়ের ব্রেন টিউমার হয়েছে।
সেসময় তাকে পাশের বাড়ির আত্মীয়র মত এক পিসির কাছে রেখে মা আর দাদাকে নিয়ে চিকিৎসার জন্য বাবা চলে গিয়েছিলেন চেন্নাইতে। কিন্তু তারপর থেকে মাকে আর দেখতে পাননি পল্লবী। এর ২ বছর পর তিনি যখন ক্লাস ফাইভে পড়েন তখন প্রয়াত হন তার মা। তারপর থেকে ওই পিসির বাড়িতেই থাকতেন তিনি।পল্লবী জানান এই পিসি অভিনয় জগতের সাথে যুক্ত থাকায় বেশ কিছু জনের সাথে তার যোগাযোগ ছিল। একবার কোন এক অনুষ্ঠানে এই পিসির হাত ধরে একজন ডিরেক্টরের নজরে পরে গিয়েছিলেন তিনি।
এরপরে তিনি সেই সময় মাত্র পনেরো দিনের জন্য সানন্দা টিভিতে সুযোগ পেয়ে গিয়েছিলেন ‘নদের নিমাই’ সিরিয়ালে। কিন্তু পরবর্তীতে সেই ১৫ দিনের চরিত্রটা বেড়ে হয়ে গিয়েছিল তিন মাসের। পরবর্তীতে তিনি যখন মাধ্যমিক পরীক্ষা দেবেন তার আগের দিন হঠাৎ করে তার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। কিন্তু সেই সময় পল্লবীর বাবা জানিয়েছিলেন তাকে তার পড়াশুনাতে মনোযোগ দিতে। পরের দিন সকাল বেলায় বাবার মৃত্যুর খবর পান তিনি। কিন্তু ওই অবস্থাতেই মন শক্ত করে পরীক্ষা দিতে গিয়েছিলেন পল্লবী এবং পরীক্ষা দিয়ে এসে দাহ করতে গিয়েছিলেন বাবার মরদেহ।
কিন্তু বাবা-মা কেও না থাকায় সেই সময়ে সবাই চেয়েছিলেন পল্লবীকে বিয়ে দিয়ে দিতে। এমন সময় অভিনেত্রীর কাছে কালার্স বাংলা থেকে অফার এসেছিল ‘দুই পৃথিবী’ সিরিয়ালে অভিনয় করার। কিন্তু এইভাবে সিরিয়াল করতে গিয়ে যখন তিনি বুঝতে পারলেন এতে তার পড়াশোনার ওপর কিছুটা হলেও প্রভাব পড়ছে। তখন তিনি তার সেই সময়কার গুরুজনদের কাছে পড়াশোনার জন্য দু বছরের সময় চেয়ে নেন। পড়াশোনা শেষ করার পর ২০১৬ সালে পল্লবীর জীবনে আসে টার্নিং পয়েন্ট। ওই বছরেই তিনি সুযোগ পেয়ে যান স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালে। এই সিরিয়ালের প আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।
এই সিরিয়াল করে তিনি যেমন প্রচুর মানুষের ভালবাসা, নাম,যশ, খ্যাতি পেয়েছেন তেমনি প্রচুর অর্থ উপার্জন করেছেন। যার ফলে অভিনেত্রী এখন নিজের শর্তে বাঁচেন, নিজের ফ্ল্যাটে একাই থাকেন তিনি। যেখানে খুশি ঘুরতে যান। তাই যারা ভাবেন পল্লবী একা থাকেন বলে ‘বেচারী’ তাদেরকে সংশোধন করে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন তিনি তার একার জীবনে ভালই আছেন তাই তিনি কোনদিন একাকিত্ব কাটানোর জন্য নয় বরং যখন তিনি মনে করবেন কারো সাথে থেকে তিনি ভালো আছেন তখনই তিনি বিয়ে করবেন।