বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন তিথি বসু (Tithi Basu)। যদিও ছোট পর্দার দর্শক তাকে চেনেন ঝিলিক (Jhilik) নামেই। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ছিল ‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’। এই সিরিয়ালেই ছোট ঝিলিকের চরিত্রে অভিনয় করেই বাংলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিথি।
তবে সেদিনের তিথি আজ আর ছোট্টটি নেই। এখন তিনি ২২ বছরের যুবতী। মা শেষ হওয়ার পর অভিনেত্রীকে এখনও পর্যন্ত নতুন কোনো সিরিয়ালে সেভাবে দেখা যায়নি অভিনেত্রীকে। আসলে এই সময়টা তিনি মন দিয়েছিলেন পড়াশোনায়। সম্প্রতি জোশ টকসের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন আশুতোষ কলেজ থেকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
সেইসাথে এদিনের এই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তাঁর ব্যক্তিগত জীবনের বেশ কিছু অজানা কথা। তিথির কথায় তখন মা সিরিয়ালে তার কাজ শেষ হয়েছে। তখন তিনি ক্লাস টেনে জীবনের প্রথম বড় পরীক্ষা দেবেন, আর সেই সময়েই নাকি তার বাবা মার মধ্যে হঠাৎ করেই বিচ্ছেদ হয়ে যায়। তার বাবা তাদেরকে ছেড়ে আচমকা চলে যান।
তখন মাত্র ১৫ বছরে তিথির কাঁধে আসে গোটা সংসারের দায়িত্ব। ওইটুকু বয়সেই একার হাতে নিজের পড়াশোনা থেকে শুরু করে মায়ের দায়িত্ব নেওয়া সবটা একা হাতে করেছেন তিথি। কিন্তু সেইসময় পাশে কোনো আপনজনকেও পাননি অভিনেত্রী। তিথির কথায় সেসময় তিনি অনেক আপনজনকে যেমন শত্রু হতে দেখেছেন তেমনই অনেক অচেনা মানুষ কে আপন হতে দেখেছেন।
উল্টে সেইসময় বাবা ছেড়ে চলে যাওয়ায় তিথিকে অনেকের অনেক কটাক্ষ শুনতে হয়েছিল। সবাই বলতেন ‘বাবা নেই ওর দ্বারা কিস্যু হবে না’। কিন্তু নিন্দুকদের মুখে চাই দিয়ে তাদের সবাইকে ভুল প্রমাণ করেছেন তিথি। কারও থেকে কোনো টিউশন না নিয়েই নিচের চেষ্টায় উচ্চমাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর পেয়ে নিজের বাবার সামনে মেলে ধরেছিলেন তিনি।
তবে এদিন তিথি জানান মাত্র ১৫ বছর বয়সেই জীবনে অনেক কিছু দেখে নিয়েছেন তিনি। তাই এখন আর কোনো কিছুই তাঁকে প্রভাবিত করতে পারে না। তিথির কথায় তাঁর ছোটবেলাটা একটা ট্রমার মধ্যে কেটেছিল ঠিকই কিন্তু এখন তিনি সবসময় হাসিখুশি থাকেন। তিথি জানান ছোটবেলায় তার এমনও দিন কেটেছে যখন তিনি নুনভাত খেয়েও স্কুলে গিয়েছেন। কষ্ট হলে কাঁদতেন তবে মাকে লুকিয়ে। তবে এদিন অভিনেত্রী জানান এখন আবার তাঁর বাবা তাঁদের কাছে ফিরে এসেছেন।