বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কাঞ্চনা মৈত্র (Kanchanaa Moitra)। বেশিরভাগ মেগা সিরিয়ালেই দাপুটে খলনায়িকার (Villain) চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এখন যেমন জি বাংলার জনপ্রিয় বেঙ্গল টপার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’তে (Jagadhatri) নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি।
তবে শুধু একেরপর এক হিট সিরিয়ালই নয় দীর্ঘ ২০ বছরের অভিনয় জীবনে কাঞ্চনা অভিনয় করেছেন ৩০ টি সিনেমাতেও। তবে দক্ষ এই অভিনেত্রীর আফসোস ওটিটিতে সেভাবে কেউই সুযোগ দেন না তাঁকে। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে অভিনেত্রীর গলায় ঝরে পড়ল সেই আফসোস।
সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন ‘আবরা কে ডাবরা’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। তবে কাঞ্চনার আফসোস তিনি ওয়েব সিরিজে কাজ করতে চাইলে সবাই তাকে মেগা সিরিয়ালে কাজ করেন বলেই ফিরিয়ে দেন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন হাসিমুখে অভিনেত্রী তাদের সকলের উদ্দেশ্যে বলেছেন ‘তোমরা আমাকে একবার তো অন্তত সুযোগ দাও? তারপর ডেট মেইন্টেন করার দায়িত্ব আমার।’
এদিন কথায় কথায় কাঞ্চনা জানিয়েছেন অভিনয়ের পাশাপাশি তার রয়েছে আরও একটি জীবন। চারপেয়ে পোষ্যদের নিয়ে তিনি এবং তার স্বামী দ্বৈপায়ন ভৌমিক সময় কাটাতে ভালোবাসেন বরাবরই। জানা গিয়েছে এখন বাংলা সিরিয়ালে অভিনয় করলেও একসময় থিয়েটারে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে কাঞ্চনার। জনপ্রিয় এই অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘যমুনা ঢাকি’, ‘খুকুমণি হোম ডেলিভারি’র মতো একাধিক জনপ্রিয় সব মেগা সিরিয়াল।
তবে বেশিরভাগ ধারাবাহিকেই খলনায়িকা চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে। এত বছর ধরে অভিনয় জগতে যুক্ত থাকার পাশাপাশি জীবনের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে কাঞ্চনা উপলব্ধি করেছেন এখন তিনি জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছেছেন যখন তিনি আর দৌড়ানোয় বিশ্বাসী নন।