• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ মুহূর্তে সিরিয়াল থেকে বাদ! আজ জগদ্ধাত্রী হয়ে ছোটপর্দা কাঁপাচ্ছেন অঙ্কিতা মল্লিক

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) সিরিয়ালের নায়িকা অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। লাগাতার চ্যানেল টপার হয়ে প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিক গুলিকে কড়া টক্কর দিয়ে চলেছেন এই দাপুটে অভিনেত্রী। প্রসঙ্গত নবাগতা হয়েও অঙ্কিতা নিজের সাবলীল অভিনয় দক্ষতার জোড়েই টিভির পর্দায় একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন জগদ্ধাত্রী এবং জ্যাস দুটো চরিত্রই। যার জন্য সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে জোড়া পুরস্কার জিতেছেন অঙ্কিতা।

প্রথমবার সোনার সংসার অ্যাওয়ার্ডে এমন সোনায় মোড়া সাফল্য পেয়ে দারুন উচ্ছ্বসিত অঙ্কিতা নিজেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কিতা জানিয়েছেন জগদ্ধাত্রী চরিত্র থেকে তিনি সাফল্য পেলেও এর আগেও তিনি অভিনয় করেছেন একটি ছোট চরিত্রে। এছাড়া টানা চার বছর ধরে মডেলিং করেছেন একসময়। তবে আজ তিনি যতটুকু সাফল্য পেয়েছেন বা মানুষের কাছে যতটুকু পরিচিত পরিচয় পেয়েছেন তার পুরো কৃতিত্ব অভিনেত্রী দিয়েছেন জনপ্রিয়  প্রযোজনা  ব্লুজের প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীকে।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,সাফল্য,Success,অভিনয় কেরিয়ার,Acting Career,অজানা গল্প,Unknown Story,সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩,Sonar Songsar Award 2023

এদিন অঙ্কিতা জানান তার পর্দায় জগদ্ধাত্রী হয়ে ওঠার পিছনে সম্পূর্ণ হাত রয়েছে স্নেহাশীষ চক্রবর্তী। অভিনেত্রীর কথায় ‘উনি আমাকে অভিনয় শিখিয়েছেন, আমাকে জগদ্ধাত্রী হিসেবে গড়ে তুলেছেন। আমি যা করছি যেটুকু পারছি সবটাই ওই মানুষটার জন্য’। প্রসঙ্গত এই অল্পদিনের ক্যারিয়ারে ছোট পর্দায় দারুন সফল জগদ্ধাত্রী অভিনেত্রী অঙ্কিতা। কিন্তু অনেকেই হয়তো জানেন না অভিনেত্রীর জীবনে এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি, এর আগে অনেকবার রিজেকশন সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,সাফল্য,Success,অভিনয় কেরিয়ার,Acting Career,অজানা গল্প,Unknown Story,সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩,Sonar Songsar Award 2023

শোনা যায় একবার একটা প্রজেক্টের জন্য চূড়ান্ত হয়ে গিয়েও শেষ মুহূর্তে একেবারে শুটিং শুরুর আগের দিন অভিনেত্রীকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। অঙ্কিতার কথায় ‘আমি একদম শেষ মুহূর্তে বাদ পড়ি। শুটিং শুরু আগের দিন ফোন করে জানতে পারলাম আমি বাদ। বলা হল তুমি ওই চরিত্রটা করছ না, খুব খারাপ লেগেছিল’।

তবে অঙ্কিতা বিশ্বাস করেন যা হয় সেটা ভালোর জন্যই হয়। তাই এখন ছোট পর্দার জগদ্ধাত্রী হয়ে অঙ্কিতা জানিয়েছেন ‘আমি খুশি যে ওই চরিত্রটা পাইনি। সেই জন্যেই জগদ্ধাত্রী হতে পেরেছি।  ওই ঘটনা থেকে আমি এটাই শিখেছি জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্য’। তবে এদিন অভিনেত্রী জানান তিনি যে সিরিয়ালটি থেকে বাদ পড়েছিলেন সেই সিরিয়ালটি নাকি এখনও চলছে। তবে সেটা কোন সিরিয়াল সে বিষয়ে অবশ্য খোলসা করেননি অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,সাফল্য,Success,অভিনয় কেরিয়ার,Acting Career,অজানা গল্প,Unknown Story,সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩,Sonar Songsar Award 2023

পর্দায় অঙ্কিতার একই অঙ্গে দুই রূপ জ্যাস এবং জগদ্ধাত্রী। যা একজন নবাগতা অভিনেত্রী হিসেবে যথেষ্ট চ্যালেঞ্জের বিষয়। এ প্রসঙ্গে অভিনেত্রী সপাট জবাব ‘গল্পটাই এইরকম।  দাদা প্রথম দিন আমাকে বলেছিল আমরা এমন কিছু করতে চলেছি যা বাংলা টেলিভিশনে কেউ দেখেনি। সত্যিই তাই জগদ্ধাত্রীর মতো চরিত্র মানুষ দেখলেও জ্যাস চরিত্র বাংলা টেলিভিশনে কেউ দেখেনি।

site