• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রানিমার মেয়ে ‘জগদম্বা’ কে মনে আছে! জানুন এখন কি করছেন এই মিষ্টি নায়িকা

Published on:

সম্পূর্ণা মণ্ডল,Sampurna Mondal,করুণাময়ী রানী রাসমণি,Karunamoyi Rani Rashmoni,Unknown Facts,অজানা কথা

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল (Sampurna Mondal)।’করুণাময়ী রানী রাসমণি’ (Karunamoyi Rani Rashmoni) ধারাবাহিকের অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলার দর্শকদের ঘরে ঘরে। খুবই অল্প বয়স থেকেই অভিনয়ের হাতে খড়ি হয়েছে সম্পূর্ণার। ২০০৩ সালে জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর বর্তমান বয়স ১৯ বছর। খুব অল্প বয়স থেকেই তিনি ধারাবাহিককে অভিনয় করার শুরু করেছেন।

২০১৪ সালে কালার্স বাংলার ‘মা দুর্গা’র ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয়ের হাতে খড়ি হয়েছিল সম্পূর্ণার। প্রথম ধারাবাহিকে অভিনয়ের পর থেকেই বেশ নামডাক হয়েছিল সম্পূর্ণার। সুযোগ হয়েছিল আরো বেশ কয়েকটি ধারাবাহিকের অভিনয়ের।তবে প্রথম ধারাবাহিকে অভিনয়ের সময় থেকেই তিনি অভিনয়ের জন্য কখনো পড়াশোনা বন্ধ করেনি। সমান তালে চালিয়ে গিয়েছিলেন পড়াশোনাটাও।

সম্পূর্ণা মণ্ডল,Sampurna Mondal,করুণাময়ী রানী রাসমণি,Karunamoyi Rani Rashmoni,Unknown Facts,অজানা কথা

একটা সময় এমনও দিন গিয়েছে যখন শুটিংয়ের ব্যস্ততার জন্য মাত্র দুদিন স্কুলে গিয়েছেন তিনি। অভিনয় করেছিলেন সম্পূর্ণ। ২০১৭ সালে সুযোগ আসে জি বাংলার করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে অভিনয়ের। ধারাবাহিকে রাণিমার চার মেয়ের মধ্যে জগদম্বার চরিত্রে অভিনয়ের সুযোগ আসে তার কাছে।

সম্পূর্ণা মণ্ডল,Sampurna Mondal,করুণাময়ী রানী রাসমণি,Karunamoyi Rani Rashmoni,Unknown Facts,অজানা কথা

এই ধারাবাহিকে তার সাথেই প্রথম বিয়ে হয়েছিল মথুরামোহন ওরফে মথুরের। কিন্তু পরবর্তীতে ছেলে ভূপালের জন্ম দেওয়ার সময় প্রয়াত হন তিনি। তখন রাণিমা তার আর এক মেয়ের সাথে আবারও বিয়ে দেন মথুরের।প্রসঙ্গত এই ধারাবাহিকে অভিনয়ের পর্ব মিটতেই তার কাছে সুযোগ আসে স্টার জলসার দুর্গা দুর্গেশ্বরীতে অভিনয়ের।

সম্পূর্ণা মণ্ডল,Sampurna Mondal,করুণাময়ী রানী রাসমণি,Karunamoyi Rani Rashmoni,Unknown Facts,অজানা কথা

এই ধারাবাহিকে বেশ কিছুদিন অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এত অল্প বয়সে সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি সম্পূর্ণা অভিনয় করেছিলেন জনপ্রিয় ‘হ্যালো’ ওয়েব সিরিজে। আর ইদানিং তাকে দেখা যাচ্ছে আকাশ আট চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘হয়তো তোমারি জন্যতে’। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জীবন কোমল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥