• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কাহানি ঘর ঘর কি’র দৌলতে আদর্শ বৌমা! কিন্তু বাস্তবে আজও অবিবাহিত, রইল ‘পার্বতী’ সাক্ষীর অজানা কাহিনী

Published on:

Unknown facts about Hindi television actress Sakshi Tanwar

হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির (Hindi Serial actress) অত্যন্ত পরিচিত মুখ হলেন সাক্ষী তানওয়ার (Sakshi Tanwar)। কাজ করেছেন বহু জনপ্রিয় ধারাবাহিকে। অবধ্য শুধুমাত্র ছোট পর্দাতেই নয়, সাক্ষী কাজ করেছেন বলিউডেও। আমির খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দঙ্গল’এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘মিস্টার পারফেকশনিস্ট’এর স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ছোট পর্দা এবং বলিউডে নিজের কাজের মাধ্যমে পরিচিতি তৈরি করা সাক্ষী বহুবার নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যেও সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। তা অভিনেত্রীর লুকিয়ে বিয়ে করাই হোক বা অভিনেত্রীর বিয়ের আগে মেয়ের মা হওয়া হোক।

Sakshi Tanwar

১২ জানুয়ারি ১৯৭৩ সালে রাজস্থানে জন্ম ‘কাহানি ঘর ঘর কি’ অভিনেত্রীর সাক্ষীর। আগামী বছর ৫০ বছরে পা দেবেন তিনি। তবে বয়স বাড়লেও এখনও পর্যন্ত সিঙ্গেল এই সুন্দরী অভিনেত্রী। একবার অবশ্য সাক্ষী নিজেই জানিয়েছিলেন নিজের বিয়ে না করার সিদ্ধান্তের নেপথ্যের কারণের কথা।

একবার এক সাক্ষাৎকারে সাক্ষী বলেছিলেন, এখনও পর্যন্ত তাঁর জীবনে এমন কোনও মানুষই আসেননি যাকে দেখে মনে হবে বিয়ে করার কথা। অভিনেত্রীর কথায়, ‘বেশিরভাগ লোক নিজের ভালোবাসার খোঁজ করেন, তবে আমার ক্ষেত্রে আমার ভালোবাসাকে আমার কাছে আসতে হবে’। পর্দার পার্বতীর সংযোজন, ‘আমার মনে হয় জন্ম, মৃত্যু, বিয়ে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ তিন ঘটনা এবং পূর্ব নির্ধারিত। আমার নিজের বৈবাহিক সম্পর্কের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার পরিবারে অনেক সফল বিয়েও রয়েছে। বিয়ের অর্থ হল একে অপরের সঙ্গে ফিট হওয়া এবং মিলেমিশে থাকা। এখানে অন্য কিছুর প্রয়োজন নেই’।

Sakshi Tanwar

জানিয়ে রাখি, ২০১৫ সাল নাগাদ গুঞ্জন শোনা গিয়েছিল সাক্ষী তাঁর ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে চুপিচুপি সাত পাক ঘুরেছেন। যদিও সেই সকল সংবাদকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে অভিনেত্রী বিয়ে না করলেও, মা হয়ে গিয়েছেন। ২০১৯ সালে ৯ মাসের এক শিশুকন্যাকে দত্তক নিয়েছিলেন তিনি। যা নিয়ে সেই সময় বিস্তর চর্চা হয়েছিল।

Sakshi Tanwar with her daughter

অপরদিকে যদি সাক্ষীর কাজের দিক থেকে বলা হয় তাহলে ‘কাহানি ঘর ঘর কি’ ধারাবাহিকে পার্বতীর চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর জনপ্রিয় ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’তে রাম কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন সাক্ষী। জনপ্রিয় ‘মাই’ সিরিজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥