সিরিয়াল মানেই দর্শকদের রোজকারের অভ্যাস। বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একজন অভিনেত্রী হলেন রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharya)। আজ থেকে ৪ বছর আগে ২০১৮ সালে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘হৃদয় হরণ বি.এ পাশ’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তার।পরবর্তীতে স্টার জলসার ‘ফেলনা’ (Felna) সিরিয়ালের দৌলতে দর্শকমহলে আরও বেশী জনপ্রিয়তা পান রোশনি।
কেরিয়ারের শুরুতে পরপর দুটো সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয়ের পর ইদানিং রোশনিকে দেখা যাচ্ছে কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘তুমি যে আমার মা’-তে। এই সিরিয়ালে তিনি ঋদ্ধিমা নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্শ্বচরিত্রে অভিনয় করছেন। চলতি বছরেই কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিয়ে স্বেচ্ছায় পেশা পরিবর্তন করবার কথা ভেবেছিলেন অভিনেত্রী।
নিজের শখ পূরণ করার জন্য লাইট,ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে ছুটি নিয়ে দিল্লির একটি বিমান সেবিকার প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দেড় মাস যেতেই রোশনি আবার ব্যাক টু প্যাভিলিয়ান। তাই এই মুহূর্তে চুটিয়ে অভিনয় করছেন রোশনি। প্রসঙ্গত একবার জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন অভিনেত্রী।
সেখানেই তিনি হাটে হাঁড়ি ভেঙে মুখ খুলেছিলেন অভিনয় জগতের ঘুষখোর অসাধু চক্র নিয়ে। রোশনি জানান অভিনয়নয় জীবনের শুরুর দিকে তিনি নিজেই এই ধরণের অসাধু চক্রের ফাঁদে পড়েছিলেন। সেসময় অনেক অডিশন দিয়েও কোথাও সুযোগ পাচ্ছিলেন না অভিনেত্রী। কিন্তু তখন একজন নিজে থেকেই তাকে কাজের প্রতিশ্রুতি দেন। পরিবর্তে দাবি করেন নগদ ৫ লক্ষ টাকা।
কিন্তু দর কষাকষি করে তাকে ৫০ হাজার টাকায় রাজি করানো হয়েছিল। কিন্তু রোশনি জানান শেষপর্যন্ত তার মা এভাবে টাকা দিতে চাননি। কারণ টাকার বিনিময়ে এইভাবে কাজ করার বিষয়টিতে সমর্থন ছিল না রোশনিরমায়ের। কিন্তু কাজ না পেয়ে সেই সময় অভিনেত্রী হতাশ হয়ে পড়েছিলেন। এমনকি সেই হতাশা থেকেই আত্মহত্যা করার মতো চরম সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। যদিও পরবর্তীতে সেই ঝড়ঝাপটা কাটিয়ে নিজের যোগ্যতায় কাজ পেয়েছেন রোশনি।