• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০ বছরেই মুগ্ধ করেছিলেন রাজ কাপুরকে! রইল আলকা ইয়াগ্নিকের বর্ণময় জীবনের অজানা কাহিনী

Published on:

Unknown Fact of Famous Singer Alka Yagnik

সদ্য পার হয়েছে বলিউডের (Bollywood) জনপ্রিয় সংগীত শিল্পী আলকা ইয়াগ্নিকের (Alka Yagnik) জন্মদিন (Birthday)।  এদিন ৫৭ বছরে পা দিয়েছেন এই জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এই গায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। সম্প্রতি জন্মদিন উপলক্ষেই সংবাদমাধ্যমে উঠে এসেছে তাঁর সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য।

গানের জগতে চূড়ান্ত সফল আলকা ইয়াগ্নিকের গানের সফর সম্পর্কে কমবেশী জানেন সকলেই। দীর্ঘদিনের ক্যারিয়ারে সংগীতপ্রেমীদের তিনি উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সব গান। তাই তাঁর  সংগীত জগতের বর্ণময় ক্যারিয়ারের বিষয়ে সকলের জানা থাকলেও অনেকেই হয়তো জানেন না আলকা জীর  ব্যক্তিগত জীবনের নানান অজানা কাহিনী।

Alka Yagnik, Neeraj Kapoor, Bollywood, Bollywood gossip, gossip, entertainment, অলকা ইয়াগনিক, নীরজ কাপুর, বলিউড, বিনোদন, গসিপ, বলিউড গসিপ

জানা যায় মাত্র ১০ বছর বয়সেই বলিউডে পা রেখেছিলেন গায়িকা। আর বলিউডে আগমনের সাথে সাথেই  তিনি নজরে আসেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের। ‘পায়েল কি ঝংকার’ সিনেমার ‘থিরকাটা আং লাচক ঝুকি’ গানটি গেয়েছিলেন অল্প বয়সেই। শিশু শিল্পী আলকার গলায় এত সুন্দর সুর শুনে মুগ্ধ হয়েছিলেন রাজ কাপুর।

বলিউড,Bollywood,আলকা ইয়াগ্নিক,Alka Yagnik,সংগীত শিল্পী,Music Artist,রাজ কাপুর,Raj Kapoor,নীরাজ কাপুর,Neeraj Kapoor

তাই এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তারপর থেকে একের পর এক গান গাওয়ার সুযোগ এসেছে গায়িকার ঝুলিতে। আর সেই থেকে আজ অবধি তাঁর গানে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে সমৃদ্ধ হয়ে চলেছে ভারতীয় সংগীত জগত।  ছোটবেলা থেকেই গান গেয়ে বড় হওয়া আলকাজীর জীবনের সবটা জুড়েই রয়েছে গান।

বলিউড,Bollywood,আলকা ইয়াগ্নিক,Alka Yagnik,সংগীত শিল্পী,Music Artist,রাজ কাপুর,Raj Kapoor,নীরাজ কাপুর,Neeraj Kapoor

কিন্তু জানা যায় গানের পাশাপাশি একসময় তার মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন নীরাজ কাপুর (Neeraj Kapoor)। যিনি পেশায় একজন বিখ্যাত ব্যবসায়ী। একসময় নাকি সিনেমার মতোই শিলং এর রেল স্টেশনে যাতায়াতের পথে একেবারে ফিল্মি কায়দায় তাদের মধ্যে প্রেমের সূত্রপাত হয়েছিল। এরপর সেই প্রেম পরিণতি পায় বিয়েতে।

বলিউড,Bollywood,আলকা ইয়াগ্নিক,Alka Yagnik,সংগীত শিল্পী,Music Artist,রাজ কাপুর,Raj Kapoor,নীরাজ কাপুর,Neeraj Kapoor

কিন্তু বিয়ের পর তারা একসাথে থাকতে পারেননি। দীর্ঘ ২৭ বছর ধরে আলকা এবং নীরাজ আলাদাই রয়েছেন। যে কারণে অনেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মন্তব্য করে থাকেন। কেউ কেউ বলেন নীরাজ কাপুরের সাথে বিচ্ছেদ হয়ে গিয়েছে আলকাজির আবার কেউ বলেন তারা সেপারেশনে আছেন। কিন্তু অনেকেই জানলে অবাক হবেন আদতে ব্যাপারটা তেমন কিছুই নয়।

বলিউড,Bollywood,আলকা ইয়াগ্নিক,Alka Yagnik,সংগীত শিল্পী,Music Artist,রাজ কাপুর,Raj Kapoor,নীরাজ কাপুর,Neeraj Kapoor

আসলে তারা তাদের নিজেদের পেশার কারণে একে অপরের থেকে আলাদা থাকেন। দেশের অন্যতম ব্যস্ত সঙ্গীত শিল্পী হিসেবে গান গাওয়ার জন্য দেশের নানা প্রান্তে ছুটে বেড়াতে হয় গায়িকাকে। আর নীরাজ যেহেতু বিশাল ব্যবসা সামলান, তাই সেই কাজে ব্যস্ত থাকার কারণেই তাঁরা স্বেচ্ছায় আলাদা রয়েছেন। তবে তার জন্য তাদের সম্পর্কে ফাটল ধরেনি এক ফোঁটাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥