• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পেটের দায়ে নামমাত্র পারিশ্রমিকেও কাজ করেছেন! রইল অন্তরা থেকে ঝুমা বৌদির মোনালিসা হওয়ার কাহিনী

Updated on:

Unknown facts about Dupur thakurpo actress Monalisa

বিনোদন জগতের বিশেষ করে ভোজপুরি ইন্ডাস্ট্রির (Vojpuri Industry) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মোনালিসা (Monalisa)।যদিও  বাংলার দর্শকদের কাছে তিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ (Dupur Thakurpo)-র ঝুমা বৌদি নামেই বেশি জনপ্রিয়। তাই দর্শকদের সাথে তার আলাদা করে পরিচয় করানোর আর প্রয়োজন পড়ে না।

তবে শুধু ভোজপুরি কিংবা বাংলাতেই নয় সেইসাথে তামিল ও ওড়িশার পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতেও অত্যন্ত পরিচিত মুখ মোনালিসা। তবে একসময় তার জনপ্রিয়তাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল ভারতীয় টেলিভিশনের অন্যতম চর্চিত রিয়ালিটি শো ‘বিগ বস’ (Big Boss)। এই শো-এর সিজন ১০ প্রতিযোগী ছিলেন তিনি।

Monalisa

তবে অনেকেই হয়তো জানেন না আদতে কলকাতার বাসিন্দা মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস (Antara Biswas)।এমনিতে বরাবরই সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি মোনালিসা বরাবরই নিজের  নজরকাড়া সৌন্দর্য এবং হট অবতারের কারণে  শিরোনামে থাকেন। খুব ছোটবেলাতেই  পড়াশোনায়  মোনালিসার জীবনে ঘটে যায় এক বড়সড়ো ঘটনা।

সেই সময় অর্থাৎ ১৯৯১ সালে বাবার ব্যবসায়িক ক্ষতির কারণে হঠাৎ করেই মাত্র ১৫ বছর বয়সেই সংসারের  সমস্ত দায়িত্ব এসে পড়ে সেদিনের অন্তরার কাঁধে। তাই সংসার চালাতে সেই সময় তিনি কাজ করতে শুরু করেছিলেন একজন হোটেল রিসেপশনিস্টের কাজে। বিনিময়ে প্রতিদিন ১২০ টাকা করে পারিশ্রমিক পেতেন তিনি। তবে প্রথম থেকেই নাচ এবং অভিনয়ের শখ ছিল মোনালিসার।  যদিও সেই কেউই গুরুত্ব দিতেন না তার প্রতিভাকে।

Monalisa 4

কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি মোনালিসা। তাই নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে চেষ্টার ত্রুটি রাখেননি তিনি। ফলও পেয়েছিলেন হাতেনাতে। ১৯৯৭ সালে তিনি প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন হিন্দি সিনেমা ‘জয়তে’-তে।  তবে প্রথমেই আসেনি সাফল্য। তবে সহজে হাল ছাড়েননি মোনালিসা। অবশেষে তিনি সুযোগ পেয়ে যান ভোজপুরি সিনেমাতে। সেখান থেকেই সাফল্য আসে তার জীবনে।

ভোজপুরি ইন্ডাস্ট্রি,Vojpuri Industry,মোনালিসা,Monalisa.দুপুর ঠাকুরপো,Dupur Thakurpo,বিগ বস,Big Boss,অন্তরা বিশ্বাস,Antara Biswas

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে দারুন সাফল্যের পর দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন মোনালিসা। সেই থেকেই কলকাতার মেয়ে অন্তরা বিশ্বাস হয়ে উঠেছেন ভোজপুরি ফিল্ম  ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা মোনালিসা। একসময় তিনি দাপিয়ে অভিনয় করেছেন ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার রবি কিষান, মনোজ তিওয়ারি, এবং পবন সিংহের মতো অভিনেতাদের সাথে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥