বলিউডের (Bollywood) ইতিহাসের এক কিংবদন্তি অভিনেতা হলেন ধর্মেন্দ্র (Dharmendra)। তিনি যে কত সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। ধর্মেন্দ্রর মতো তাঁর বড় ছেলে সানি দেওলও (Sunny Deol) ইন্ডাস্ট্রিতে ব্যাপক সফল হয়েছে। একটা সময় ছিল, যখন বি টাউনে রাজত্ব করতেন সানি। এবার এই অভিনেতার ছোট ছেলেই (Sunnu Deol son) বলিউডে পা রাখতে চলেছে। বড় ছেলে করণের পর এবার পালা সানির কনিষ্ঠ পুত্র রাজবীরের (Rajveer Deol)।
‘গদর’ অভিনেতা সানির বড় ছেলে ‘পল পল দিল কে পাস’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ধর্মেন্দ্রর নাতি নিজের কিউট লুক দিয়ে মুগ্ধ করেছিলেন প্রত্যেককে। এবার ইন্ডাস্ট্রি কাঁপাতে আসছে করণের ভাই রাজবীর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সানি পুত্রের ডেবিউ (Debut) ছবির শ্যুটিংও।
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সেরা প্রযোজনা সংস্থা রাজশ্রী প্রোডাকশনের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখছেন রাজবীর। সানির ছোট ছেলের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে বলিউডের এককালের নামী নায়িকা পদ্মিনী কোলাপুরীর কন্যা পলোমাকে।
ধর্মেন্দ্র পুত্র সানি বলিউডের একজন সুপারস্টার হলেও তাঁর দুই ছেলে করণ এবং রাজবীর লাইমলাইট থেকে দূরেই থেকেছেন। শোনা যায়, মা পূজার কাছেই মানুষ হয়েছেন দু’জনে। তবে তাই বলে বাবার সঙ্গে তাঁদের সম্পর্ক খারাপ এমনটা কিন্তু নয়। বরং বাবার সঙ্গেও বন্ধুর মতোই সম্পর্ক করণ এবং রাজবীরের।
সম্প্রতি যেমন বড় ছেলে করণকে নিয়ে রাজবীরের শ্যুটিং সেটে পৌঁছে গিয়েছিলেন সানি। সেখানে দুই ছেলেকে নিয়ে ছবিও তোলেন অভিনেতা। করণ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, ‘এটা আমাদের বন্ডিং টাইম। আমরা আজ রাজবীরের শ্যুটিং দেখতে সেটে পৌঁছে গিয়েছিলাম’।
বলিউডে এখনও পা না রাখলেও সানির ছোট ছেলে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। মাঝেমধ্যে তাঁর নানান ছবি ভাইরাল হয়ে থাকে নেটপাড়ায়। কেউ বলে তাঁকে নাকি দাদু ধর্মেন্দ্রর মতো দেখতে, কেউ আবার রাজবীরের মুখে সানির ছাপ খুঁজে পান। এবার দেখা যাক, বাবা-দাদুর মতো রাজবীর ইন্ডাস্ট্রিতে সফল হতে পারেন কিনা।