বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন নম্রতা শিরোকদার (Namrata Shirokdar)। একটা সময় তিনি দাপিয়ে অভিনয় করেছিলেন বলিউডের অনিল কাপুর,সঞ্জয় দত্ত. সালমান খান থেকে শুরু করে অজয় দেবগন এবং সেফ আলি খান-এর মতো অভিনেতাদের সাথে।কিন্তু এখন আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যায় না এই অভিনেত্রীকে। বর্তমানে অভিনয় ছেড়ে নিজের স্বামী সংসার নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।
আদতে মহারাষ্ট্রের গোয়ানিজ পরিবারের মেয়ে নম্রতার জন্ম হয় ১৯৭২ সালে। অনেকেই হয়তো জানেন না অভিনেত্রীর মীনাক্ষী শিরোকদার অভিনয় জগতের সাথেই যুক্ত ছিলেন।১৯৩৮ সালে মুক্তি পেয়েছিল মীনাক্ষী দেবী অভিনীত ‘ব্রহ্মচারী’ নামে একটি মারাঠি সিনেমা। জানা যায় মাত্র পাঁচ বছর বয়সে নম্রতা অভিনয় করেছিলেন তৎকালীন বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহার ‘শির্ডি কে সাঁই বাবা’ সিনেমায় শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
তবে ছোট থেকেই পড়াশোনায় তুখোর নম্রতার স্বপ্ন ছিল আকাশে ওড়ার। তাই বিমান সেবিকা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি কিন্তু অভিনেত্রীর মা চাইতেন না তিনি এই পেশায় যোগ দিন। তাই পরীক্ষায় পাশ করেও শেষ পর্যন্ত আর বিমান সেবিকা হয়ে ওঠা হয়নি অভিনেত্রীর। জানা যায় নম্রতার মায়ের উদ্যোগেই প্রথম পোর্টফোলিও করানো হয়েছিল তাঁর। সেই ছবি দেখে পছন্দ হয় একজন নামি পোশাকশিল্পীর। তারপর ধীরে ধীরে মডেলিং জগতে বেশ নামডাক হয় অভিনেত্রীর।
ভাগ্যের চাকা ঘুরতেই একসময় সুযোগ আসে বলিউডে অভিনয় করার। সেইসময় অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির মতো নায়কদের সাথে ‘পূরব কি লয়লা, পশ্চিম কি ছয়লা’ ছবিতে অভিনয় করেছিলেন নম্রতা।কিন্তু আজ পর্যন্ত মুক্তি পায়নি সেই সিনেমা। পরবর্তীতে সালমান খান অভিনীত ‘যব প্যার কিসিসে হোতা হে’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন নম্রতা। তারপরেই সঞ্জয় দত্তের (Sanjay Dutt) ‘বাস্তব’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত অভিনেত্রীর কাছে অভিনেতা পরিচালক মহেশের মঞ্জরেকর হলেন তার গুরুর মতো। এই পরিচালকের একাধিক ছবিতে অভিনয় করে একসময় জনপ্রিয়তা পেয়েছিলেন নম্রতা। তবে শুধু হিন্দি সিনেমাই নয় পাশাপাশি মালায়ালাম, তেলেগু, কন্নড়, মারাঠি,সিনেমাতেও অভিনয় করেছেন নম্রতা। সেসময় নম্রতার কেরিয়ার যখন মধ্যগগনে তখন তার সাথে সম্পর্ক তৈরী হয় এক রেস্তোরাঁর মালিকের সাথে।
বিটাউনের অন্দরের খবর এক সময় তারা নাকি লিভ ইন করার পাশাপাশি গোপনে বিয়েও করেছিলেন। যদিও আজ পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু বলতে শোনা যায়নি অভিনেত্রীকে। তবে পরবর্তীতে ২০০০ সালে ‘ভামসী’ নামের একটি তেলেগু সিনেমাতে সাউথের সুপারস্টার মহেশ বাবুর (Mahesh Babu) বিপরীতে অভিনয় করেছিলেন নম্রতা। টানা ৫ বছর গোপনে প্রেম করেছিলেন তারা। তবে অনেকেই হয়তো জানেন না নম্রতা আসলে মহেশবাবুর থেকে চার বছরের বড়। বর্তমানে স্বামী আর দুই ছেলে-মেয়ে নিয়ে সুখী গৃহকোণ অভিনেত্রীর।