• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটবেলা থেকেই চুপচাপ মাধুরী, পেয়েছিলেন অহংকারীর খেতাব! নিজের মুখেই জানালেন অজানা কাহিনী

Published on:

মাধুরী দিক্ষিত,Madhuri Dixit,দ্য ফেম গেম,The Fame Game,বলিউড অভিনেত্রী,Bollywood Actress

সৌন্দর্য কথাটার নির্দিষ্ট কোনও সংজ্ঞা হয়তো কারও জানা নেই। কিন্তু বয়স ৫০ পেরিয়েও আজও যেভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দিক্ষিত (Madhuri Dixit) তা নিঃসন্দেহে অনুপ্রেরণার রসদ জোগায় অসংখ্য মেয়েদের। দীর্ঘ চল্লিশ বছরের অভিনয় জীবনে কাজ করেছেন দাপিয়ে। উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা।

চলতি বছরেই প্রথম বার পা রেখেছেন ওটিটি প্ল্যাটফর্মে। নেটফ্লিক্সের (Netflix) নতুন সিরিজ ‘দ্য ফেম গেম’(The Fame Game) -এর সঙ্গে নতুন জার্নি শুরু করেছেন বলিউড অভিনেত্রী। এই ওয়েব সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দকে ঘিরেই তৈরি। বিজয় নাম্বিয়া ও করিশ্মা কোহলি পরিচালিত এই ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজে অনামিকা আনন্দের ভূমিকায় দেখা গিয়েছে মাধুরীকে।

মাধুরী দিক্ষিত,Madhuri Dixit,দ্য ফেম গেম,The Fame Game,বলিউড অভিনেত্রী,Bollywood Actress

এমনিতে ব্যস্ত শিডিউলের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ থাকেন মাধুরী। ভক্তদের সাথে মাঝে মধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের নানান টুকিটাকি বিষয় শেয়ার করে থাকেন মাধুরী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ দিলেন দেখা যায় স্বামী ডা.শ্রীরাম নেনে এবং তাঁদের দুই সন্তানের নানান মুহূর্তের ঝলক ফ্যানদের শেয়ার করেছেন তিনি।

মাধুরী দিক্ষিত,Madhuri Dixit,দ্য ফেম গেম,The Fame Game,বলিউড অভিনেত্রী,Bollywood Actress

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার বেশ কিছু আজানা কাহিনী শেয়ার করেছিলেন অভিনেত্রী।তিনি জানান ‘ছোটবেলাতে চটপটে থাকলেও বেশ লাজুক ছিলাম। খুব একটা বেশি কথাবার্তা বলতাম না সবার সঙ্গে। ফলে, অহংকারী হিসেবে আমার বদনাম হয়ে গিয়েছিল। কিন্তু যখন মঞ্চে উঠতাম বাকি সবকিছু ভুলে যেতাম। মনে হত, আমি আর আমার মধ্যে নেই। একটা কিছু পরিবর্তন হয়ে যেত। সেই সময় এটাই ভাবতাম একমাত্র এটাই সেই।’

মাধুরী দিক্ষিত,Madhuri Dixit,দ্য ফেম গেম,The Fame Game,বলিউড অভিনেত্রী,Bollywood Actress

সেইসাথে অভিনেত্রীর আরও সংযোজন ‘ যেখানে নিজেকে সবথেকে ভালো করে প্রকাশ করতে পারব।বিশ্বাস করুন, আমি কিন্তু দারুণ মজা করতে ভালোবাসি, হাসি-আড্ডায় মেতে উঠি। মাঝেমধ্যে চুপচাপ থাকা পছন্দ করলেও এমনটি মোটেও নয় যে কেউ কথা বলতে এলে আমি কথা বলব না। বা মুখ ঘুরিয়ে চলে যাব।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥