বলিউডের (Bollywood) সকল স্টারকিডরাই যে বাবা-মায়ের মতো সফল হবে তা ভাবা একেবারেই ভুল। একথা প্রমাণিত হয় সত্তর-আশির দশকের বলিউড সুপারস্টার বিনোদ খান্নার (Vinod Khanna) ছেলে অক্ষয় খান্নাকে (Akshaye Khanna) দেখলে। ১৯৯৯ সালে ‘হিমালয় পুত্র’ ছবির মাধ্যমে বি টাউনে পা রেখেছিলেন অক্ষয়। এরপর ২০০১ সালের ব্লকবাস্টার ছবি ‘দিল চাহতা হ্যায়’তে আমির খান, সইফ আলি খানের সঙ্গেও অভিনয় করেছিলেন তিনি।
‘দিল চাহতা হ্যায়’তে অভিনয় করার পর থেকেই দর্শকমহলে বাড়তে থাকে অক্ষয়ের জনপ্রিয়তা। তাঁর অভিনয় দাগ কাটতে থাকে দর্শকদের মনে। কিন্তু তা সত্ত্বেও বলিউডে নিজের স্থান ধরে রাখতে পারেননি বিনোদ পুত্র। ঝুলিতে ‘হালচাল’, ‘হাঙ্গামা’, ‘ঢিসুম’এর মতো সুপারহিট ছবি থাকলেও বলিউডে সেভাবে দেখা মেলে না তাঁর।
অক্ষয় এমন একজন অভিনেতা যিনি নিজের ব্যক্তিগত জীবনকে বরাবর লাইমলাইট থেকে দূরে রেখেছেন। তবে তা সত্ত্বেও তাঁর বিষয়ে কিছু ‘গসিপ’ এখনও বি টাউনের অন্দরে ঘোরাফেরা করে। শোনা যায়, ৪৮ বছর বয়সী এই অভিনেতা নাকি বেশ কয়েকবার প্রেমে পড়েছেন। করিশ্মা কাপুর (Karishma Kapoor) সহ বেশ কয়েকজন বলিউড অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
শোনা যায়, অক্ষয় করিশ্মাকে এতটাই ভালোবাসতেন যে তাঁকে বিয়ে করার প্রস্তাব নিয়ে সরাসরি নিজের বাবা-মায়ের কাছে চলে গিয়েছিলেন। তবে সেই সময় সাফল্যের শীর্ষে ছিলেন করিশ্মা। আর সেই কারণে নাকি অক্ষয়কে জামাই হিসেবে মেনে নিতে চাননি করিশ্মার মা ববিতা। এরপর ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে মেয়ের বিয়ে দেন তিনি। তবে অক্ষয় চিরকুমার থাকার সিদ্ধান্ত নেন। বিয়ে নিয়ে চিরকালই আপত্তি ছিল তাঁর।
অক্ষয় এরপর অভিনয়ের ওপর মনোনিবেশ করেন। কিন্তু আচমকাই তাঁর মাথার চুল উঠে যেতে শুরু করে। এই প্রসঙ্গে বিনোদ পুত্র একবার সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, ‘খুব কম বয়স থেকে আমার সঙ্গে এটা হওয়া শুরু হয়েছে। এটা একজন পিয়ানো বাদকের কাছে আঙুল বাদ চলে যাওয়ার মতো বিষয়। এটি এমন একটি অনুভূতি, যেটা যত তাড়াতাড়ি মেনে নিতে না পারছো, তত কষ্ট হয়’।
যে সময় কেরিয়ার শুরু হচ্ছিল, সেই সময় আচমকা চুল উঠে যাওয়ার সমস্যা দেখা দেওয়ায় অক্ষয়ের আত্মবিশ্বাসও খানিক টলে গিয়েছিল। তবে তিনি থেমে থাকেননি। অপরদিকে একবার বিয়ে না করা প্রসঙ্গে অভিনেতা বলেছিলেন, ‘আমার বাচ্চাদের খুব একটা ভালোলাগে না। সেকথা বুঝে আমি আজও বিয়ে করিনি। আর কখনও বিয়েও করতে চাই না। আমি একাই ভালো আছি। কিছু সময়ের জন্য আমি একটা সম্পর্কে থাকতে পারি, কিন্তু সেই সম্পর্ক দীর্ঘদিন চালাতে পারি না’।