৬ জুন অর্থাৎ বেলুড় মঠের ১২৫তম প্রতিষ্ঠা দিবস থেকেই আকাশ আটের পর্দায় শুরু হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’ (Yuganayak Swami Vivekananda)। প্রায় ৩ মাস ধরে জনপ্রিয় এই ধারাবাহিক চলছে টিভির পর্দায় । এই ধারাবাহিকের মধ্যে দিয়ে বাংলা টেলিভিশনের পর্দায় ফের একবার স্বামীজির বিলে থেকে বিবেকানন্দ হয়ে ওঠার গল্প দেখানো হচ্ছে৷
যদিও টেলিভিশনের পর্দায় এই প্রথম নয় ইতিপূর্বে আগেও ছোট পর্দা এবং বড় পর্দা উভয় মাধ্যমে স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে তৈরি হয়েছে সিনেমা এবং সিরিয়াল। সম্প্রতি ফের একবার যুগনায়ক স্বামী বিবেকানন্দের গল্প বলছে আকাশ আটের জনপ্রিয় ধারাবাহিক ‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’। ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি কলকাতার সিমলায় ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন তরুণ প্রজন্মের পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দ।
ছোট থেকে অবশ্য তিনি বিলে নামেই পরিচিত ছিলেন। বাবা মা ভালোবেসে নাম রেখেছিলেন নরেন্দ্রনাথ দত্ত। তাই অনেকে আবার তাকে নরেন বলেও ডাকতেন। ছোটবেলার সেই বিলের স্বামী বিবেকানন্দ হয়ে কাহিনী ফুটে উঠেছে এই ধারাবাহিকে। ধারাবাহিকে ছোট্ট বিবেকানন্দ অর্থাৎ বিলের চরিত্রে অভিনয় করছেন সাফল্য দেবনাথ (Safolyo Debnath)।তাই একথা বললে অত্যুক্তি হবে না নামের মতোই স্বামী বিবেকানন্দের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও সফল তিনি।
যদিও পর্দা বিবেকানন্দের চরিত্র ফুটিয়ে তোলা মোটেই সহজ কাজ নয়। তাই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই সেই কাজটা করে দেখিয়েছে এই শিশু শিল্পী। সম্প্রতি সংবাদমাধ্যমে পর্দার এই ছোট্ট বিলে জানিয়েছেন স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার কাহিনী। আসলে সাফল্য অনেক ছোট থেকেই থিয়েটারে অভিনয় করেন। সেই থেকেই তার শিক্ষকের থেকে তিনি খবর পেয়েছিলেন এই ধারাবাহিকের ব্যাপারে। তারপর অডিশন দিয়েই এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য শিশু শিল্পীদের কিন্তু অভিনয়ের সাথে সাথে পড়াশোনার চাপটাও থেকেই যায়। ছোট পর্দার এই খুদে বিবেকানন্দের ক্ষেত্রেও কিন্তু তার ব্যাতিক্রম নয়। তবে অভিনয় এবং পড়াশোনা দুটোই খুব সুন্দর ভাবে সামলে নিচ্ছেন তিনি। অভিনয়ের জন্য কোন ভাবেই পড়াশোনার ক্ষতি হতে দেন না সাফল্য। তাই অভিনয়ের ফাঁকে যেটুকু সময় পায় তার সবটাই মন দিয়ে পড়াশোনা কাজে লাগান তিনি। এই ক্ষুদে শিল্পী জানিয়েছেন সিরিয়ালে অভিনয় করার সুবাদে স্ক্রিপটাই তার কাছে গল্পের মত। ই স্ক্রিপ্ট পরেই নাকি তিনি অনেক অজানা কাহিনী জানতে পারেন।
ছোট্ট সাফল্য স্বপ্ন দেখেন বড় হয়ে অভিনেতা নয় স্বামী বিবেকানন্দের মতন একজন ভালো মানুষ হওয়ার। সেই সাথে শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝেমধ্যেই চলে তার নানান দুষ্টুমি। ধারাবাহিকে নাকি তার একবার নাকি গাছে উঠে সংলাপ বলার একটা দৃশ্য ছিল। কিন্তু গাছে উঠতে না পেরে কান্নাকাটি জুড়ে দে সে তখন সবাই মিলে মই দিয়ে তাকে গাছে তুলে দেওয়া হয়েছিল। সাফল্যের কথায় সেদিন তার খুব ভয় করেছিল, তবে এখন সব ভয় কেটে গিয়েছে। খুদে অভিনেতার কথায় তার প্রিয় অভিনেতা জিৎ এবং প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।