• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বন্ধু যখন ছেলের বৌ’! Didi no 1-এর মঞ্চে ফাঁস মিঠাইরানির শাশুড়ি মায়ের কীর্তি 

Published on:

বিদিপ্তা চক্রবর্তী,Bidipta Chakraborty,মিঠাই,Mithai,অনুরাধা,Anuradha,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,চৈতালি দাশগুপ্ত,Chaitali Dashgupta

বাংলা বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)।  অভিনয় জগতের সাথে বহুদিনের সম্পর্ক তার। ছোট পর্দাশ পাশাপাশি বড় পর্দাতেও অবাধ যাতায়াত বিদিপ্তার। সাবলীল অভিনয় গুণেই তার অভিনয় চিরকালই দাগ কেটে যায় দর্শকদের মনে। এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে বাংলার অন্যতম সেরা সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)তে।

এই ধারাবাহিকে তিনি মিঠাই রানীর শাশুড়িমা অনুরাধার (Anuradha) চরিত্র অভিনয় করছেন তিনি। খুব বেশিদিন হয়নি সিরিয়ালে এন্ট্রি হয়েছে তার। তবে অল্পদিনেই মিঠাই রানীর সাথে তার শাশুড়ি মায়ের বন্ডিং মন জয় করে নিয়েছে দর্শকদের। এ তো গেল সিরিয়ালের গল্প। কিন্তু বাস্তব জীবনে বিদিপ্তার সাথে তার শাশুড়ি মায়ের সম্পর্কটা ঠিক কেমন আজ সে কথাই জানাবো আপনাদের।

বিদিপ্তা চক্রবর্তী,Bidipta Chakraborty,মিঠাই,Mithai,অনুরাধা,Anuradha,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,চৈতালি দাশগুপ্ত,Chaitali Dashgupta

একবার শাশুড়ি বৌমা জুটি হিসাবে ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1) এর মঞ্চে এসেছিলেন বিদীপ্তা এবং তার শাশুড়ি চৈতালি দাশগুপ্ত (Chaitali Dashgupta)। প্রসঙ্গত চৈতালি নিজেও একজন দারুণ অভিনেত্রী। পাশাপাশি দারুন একজন সঞ্চালিকা তিনি। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে এই শাশুড়ি বৌমা জুটি জানিয়েছিলেন তাদের মিষ্টি সম্পর্কের কথা।

বিদিপ্তা চক্রবর্তী,Bidipta Chakraborty,মিঠাই,Mithai,অনুরাধা,Anuradha,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,চৈতালি দাশগুপ্ত,Chaitali Dashgupta

মঞ্চে উপস্থিত সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথায় কথায় তারা জানান কিভাবে কিভাবে নিজের বন্ধু ছেলের বউ হয়ে গিয়েছে, সেটা একটা চমকপ্রদ গল্প। তার কথা শেষ হতে না হতে পাশ থেকে বিদীপ্তা বলে ওঠেন বন্ধু কখন ‘বৌমা হয়ে গেল সেটা ভীষণ শকিং ব্যাপার’। শুধু তাই নয় এই মঞ্চে এসে চৈতালি জানিয়েছেন  যখন কোনো কারণে ছেলে বৌমার মাঝে কোন ঝগড়া হয় তখন তিনি বরাবরই বিদীপ্তাকেই সাপোর্ট করেন।

চৈতালির কথা তার ভীষণ মেয়ের  শখ ছিল। কিন্তু তার যেহেতু দুই ছেলে তা হয়ে ওঠেনি। তাই বিদীপ্তা যখন বিয়ের পর তার বাড়িতে আসে তখন তিনি একটা মেয়ে পেয়ে গিয়েছিলেন। তবে শুধু বিদীপ্তা নন, চৈতালির কথায় তার দুই ছেলের বিয়ের পর তার সেই শখ পূরণ হয়ে গিয়েছে। এখন তার দুই ছেলের দুই  বৌ থেকে শুরু করে তিন নাতনি এবং নাতি মিলিয়ে এখন ভরা সংসার তার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥