• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর আগের মত নেই! দীর্ঘদিন পর পর্দায় ফেরা, ব্যক্তিগত সমস্যা থেকে অভিনয় নিয়ে অকপট পুষ্পিতা মুখার্জী

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পুষ্পিতা মুখার্জী (Pushpita Mukherjee)।  দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে তিনি পার করে ফেলেছেন ২৮ বছর। অভিনয়ে আসার আগে পুষ্পিতা রেডিও নাটক করতেন। এছাড়াও দূরদর্শনের ‘ছুটি ছুটি’ প্রোগ্রামেও সঞ্চালনার কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জীর ‘লাঠি’ সিনেমায়। এই সিনেমায় দেবশ্রী রায় এবং ভিক্টর ব্যানার্জীর ছোট নাতনির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ওই একই বছরেই পুষ্পিতা অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী,রানী মুখার্জী এবং ইন্দ্রাণী হালদার অভিনীত বিয়ের ফুল সিনেমাতেও। সুযোগ পেয়েছেন তরুণ মজুমদারের ‘আলো’ সিনেমাতেও। পুষ্পিতার প্রথম সিরিয়াল ছিল ইন্দ্রানী হালদারের বাবার প্রযোজনা সংস্থায় তৈরী ‘রবিগঞ্জের তথ্য’। দাপুটে এই অভিনেত্রী নায়িকা হয়েছেন উড়িষ্যার সিনেমাতেও।

   

পুষ্পিতা মুখার্জী,Pushpita Mukherjee,বাঙালি অভিনেত্রী,Bengali Actress,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাংলা সিনেমা,Bengali Cinema,সোহাগ জল,Sohag Jol

ব্যক্তিগত জীবন থেকে দীর্ঘ ২৮ বছরের অভিনয়ের জীবন সবকিছু নিয়েই টলি টাইম নামে একটি ইউটিউব  চ্যানেলে খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেত্রী পুষ্পিতা মুখার্জী। দীর্ঘদিন বিরতি নেওয়ার পর সম্প্রতি অভিনেত্রী ফিরে এসেছেন মেগা সিরিয়ালের জগতে। জি বাংলার নতুন সিরিয়াল ‘সোহাগ জল’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

ইদানিং ব্যক্তিগত কিছু সমস্যার কারণে বেশ কিছুটা পাল্টে গিয়েছেন অভিনেত্রী। পুষ্পিতার কথায় ‘আমাকে আমার মত থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি’। প্রসঙ্গত কর্মসূত্রে পুষ্পিতার স্বামী দিল্লিতে চাকরি করেন। বাড়িতে তার বাবা ক্যান্সারের রোগী এবং সঙ্গে ছোট ছেলে। সে মাত্র ক্লাস এইটে পড়ে। কিন্তু ছেলেকে সামলাতে গিয়ে নাজেহাল অভিনেত্রী।

পুষ্পিতার কথায় সে তার কোন কথাই শোনে না। তাই ছেলের জন্য একসময় অভিনয় জগত থেকে সরে দাঁড়ালেও এখন আবার সেই ছেলের জন্যই অভিনয়ে ফিরে এসেছেন পুষ্পিতা। অনেকেরই হয়তো মনে আছে  এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা হিসেবে এখন রচনা বন্দ্যোপাধ্যায় তুমুল জনপ্রিয়তা পেলেও তার আগে এই অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গিয়েছিল পুষ্পিতা মুখার্জিকে।

পুষ্পিতা মুখার্জী,Pushpita Mukherjee,বাঙালি অভিনেত্রী,Bengali Actress,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাংলা সিনেমা,Bengali Cinema,সোহাগ জল,Sohag Jol

এদিন অভিনেত্রী জানিয়েছেন সেসময় তার মায়ের ক্যান্সারের একেবারে অ্যাডভান্স স্টেজ ছিল। সেই সাথে তখন সবেমাত্র ছেলে হয়েছিল অভিনেত্রীর। তাই পুষ্পিতার কথায় সেই পরিস্থিতিতে এমন কোনো  দিন যায়নি, যেদিন তিনি না কেঁদে শট দিয়েছেন। একাধিক মেগা সিরিয়ালের পাশাপাশি দীর্ঘদিনের অভিনয় জীবনে পুষ্পিতা অভিনয় করেছেন সুপারহিট সব বাংলা সিনেমায়। অভিনয়ের সুযোগ পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে প্রসেনজিৎ চ্যাটার্জীর মতো একাধিক জনপ্রিয় সব অভিনেতাদের সাথে।

site