বর্তমানে বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে খুকুমণি হোম ডেলিভারি (khukumoni Home delivery)। সিরিয়ালের মুখ্য চরিত্র খুকুমণির ভূমিকায় অভিনয় করছেন টেলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। সিরিয়ালে খুকুমণির চরিত্রে তার ডায়লগ থেকে মারধোর করার স্টাইল সবটাই শুরু থেকেই নজর কেড়েছে সিরিয়াল প্রেমীদের।
প্রথমদিকে ভিন্ন স্বাদের এই সিরিয়াল মন জয় করে নিয়েছিল দর্শকদের। কিন্তু দিনে দিনে দর্শকদের কাছে একেবারে অসহ্য হয়ে উঠেছে এই সিরিয়াল। বিনোদনের নামে সর্বক্ষণ সিরিয়ালে ঝগড়া ঝাঁটি, মারামারি থেকে কূটকচালি দেখে একেবারে তিতিবিরক্ত হয়ে উঠেছেন দর্শক। তাই এই সিরিয়ালকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে দেদার ট্রোলিং।
তাই কখনও সিরিয়ালের নায়িকা পরিবর্তন, তো কখনও কূটকচালি বন্ধ করা, কিংবা সিরিয়াল বন্ধের মতোই দাবি তোলেন নেটিজেনদের একাংশ। এরই মধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি নতুন প্রোমো ভিডিও। যা দেখে কার্যত মাথায় হাত পড়েছে খুকুর ভক্তদের। কারণ এবার খুকুমণির চরিত্রে দেখা গেল অন্য এক অভিনেত্রীকে।
এই প্রোমো প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে খুকুমণির ভক্তদের চিন্তার কিছু নেই, তাদের প্রিয় খুকুমণি অভিনেত্রীর কোনও বদল হচ্ছে না। বরং এই সিরিয়ালের মুকুটে জুড়ে নতুন পালক।কারণ খুব শিগগিরই বাংলার খুকুমণি সিরিয়ালের হিন্দি রিমেক আসতে চলেছে স্টার প্লাসের পর্দায়।
এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা ঝাঁসির রানি খ্যাত অভিনেত্রী উল্কা গুপ্তা (Ulka Gupta) কে। খুকুমণির পরিবর্তে তার নাম দেওয়া হয়েছে বন্নি। তবে খুকুমণির মতোই নায়িকার নামেই করা হয়েছে এই হিন্দি সিরিয়ালের নামকরণ। প্রোমো ভিডিও থেকে জানা গিয়েছে এই সিরিয়ালের নাম হতে চলেছে ‘বন্নি চাও হোম ডেলিভারি’ (Banni Chaw Home Delivery)।শোনা যাচ্ছে চলতি মাসেই শুরু হয়ে যাবে এই নতুন মেগা।
View this post on Instagram