বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা হল ‘মিস্টার ইন্ডিয়া’ (Mister India)। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা আজও আলোড়ন তোলে অসংখ্য সিনেমা প্রেমীদের মনের মধ্যে। যার সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম জুড়ে অসংখ্য মানুষের পুরনো সব নস্টালজিয়া। এই সিনেমার ডায়লগ থেকে শুরু করে একাধিক চরিত্র আজও জীবন্ত দর্শকদের মনের মণিকোঠায়।
এই সিনেমার “মোগ্যাম্বো খুশ হুয়া!” ডায়ালগ আজও সমান প্রাসঙ্গিক। তাই আজও মাঝে মধ্যেই এই ডায়লগ ঘোরা ফেরা করে দর্শকদের মুখে মুখে। শ্রীদেবী (Sridevi) , অমরেশ পুরী, (Amresh Puri) অনিল কাপুরের (Anil Kapoor) মতো একাঝাঁক তারকা অভিনেতাদের সাথেই এই ছবিতে অভিনয় করেছিলেন একঝাঁক শিশুশিল্পী। তাদের মধ্যেই অন্যতম ছিলেন টিনা (Tina) চরিত্রের অভিনেত্রী হুজান খোদাইজি (Huzan Khodaizi)।
ছবিতে বোমা বিস্ফোরণে মৃত দেখানো হয়েছিল তাকে। তার অভিনয় মুগ্ধ করেছিল সক্কলকে। কিন্তু অনেকেই হয়তো জানেন না বর্তমানে কি করেন তিনি, কত বড় হয়েছেন। বর্তমানে টিনা দুই সন্তানের মা,একথা শুনলে হয়তো অবাক হবেন অনেকেই। কিন্তু এখন আর এই মিষ্টি শিশু শিল্পীকে অভিনয় করতে দেখা যায় না। কারণ “মিস্টার ইন্ডিয়া”ই হল তার জীবনের প্রথম এবং শেষ ছবি ।
আসলে ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা একটা সময়ের পর স্বেচ্ছায় অভিনয় ছেড়েছেন। নিজেরাই নীরবে সরে গিয়েছেন ঝাঁচকচককে গ্লাম্যার ওয়ার্ল্ড থেকে। তেমনই একজন হলেন হুজান। জানা গিয়েছে বর্তমানে হুজান একটি কোম্পানিতে মার্কেটিং একজিকিউটিভ পদে কাজ করেন।
উল্লেখ্য কিছুদিন আগেই স্বয়ং বনি কাপুর ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির শ্যুটিংয়ের বেশ কিছু দৃশ্যের ছবি দিয়ে একটি শর্ট ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যায় ছোট্ট হুজানকেও। এই ভিডিওটি শেয়ার করে বলি প্রযোজক বনি কাপুর ক্যাপশনে লিখেছিলেন, “১৯৮৫ সালের সেই দিন! যখন আমরা ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির শ্যুটিং শুরু করেছিলাম।”
View this post on Instagram