ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুন্দরী অভিনেত্রীদের কমতি নেই। আর বলিউডের (Bollywood) তেরো থেকে তিরাশি সব বয়সের অভিনেত্রীদের কাছেই বয়স একটা সংখ্যা মাত্র। বিশেষ করেবি টাউনের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) মতো এভারগ্রীন (Evergreen) অভিনেত্রী খুবই কম রয়েছেন।তাঁর রূপের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে অনুরাগীদের মন জয় করে চলেছেন বলিউডের এই ’এজলেস বিউটি’। ৯০ দশকের সেই ‘ধক ধক’ গার্লের সৌন্দর্য্যের সামনে আজও ফিকে বলিউডের সেরা সুন্দরীদের।
এখন মাধুরীর বর্তমান বয়স ৫৫ বছর। এই বয়সে এসেও কিন্তু এতটুকু ভাঁজ পড়তে দেননি চেহারায়। বলিউডের এই এজলেস বিউটির সৌন্দর্যের সিক্রেট জানার জানার জন্য মুখিয়ে রয়েছেন তার অনুরাগী। এখনকার দিনে সৌন্দর্যকে হাতের মুঠোয় রাখতে বেরিয়েছে নানান ধরনের বিদেশি চিকিৎসা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ধরনের চিকিৎসা করাতে যে পরিমাণ টাকা খরচ হয়, তা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের নাগালের বাইরে।
মাধুরীর কথায় একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই প্যাকের জন্য প্রয়োজন একটি পাকা কলা, ২ টেবিল চামচ টক দই , এক চা চামচ মধু। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে কলাটাকে হাত দিয়ে নয়তো মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এটাই হেয়ার প্যাক হিসেবে মাথায় মেখে ৩০-৪০ মিনিট লাগিয়ে রাখতে হবে। তারপর প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে শ্যাম্পু করে ফেলতে হবে।
তবে এই সময় চুলে কন্ডিশনার করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন অভিনেত্রী। সেই সাথে একটি টোটকা দিয়ে অভিনেত্রী জানিয়েছেন চুল শুকানোর জন্য তিনি সবসময় মাইক্রো ফাইবার জাতীয় কাপড়ব্যবহার করেন।এতে চুল পড়ার আশঙ্কা কমে। এছাড়া ভিজে চুলে মোটা দাঁতের চিরুনি ছাড়া অন্য কোন চিরুনি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তিনি।