• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় পর্দায় ঋতুপর্ণার সাথে অভিনয় করেও মেলেনি কদর, আজ তিনিই টেলিভিশন হার্টথ্রব প্রতীক সেন

বাংলা টেলিভিশন জগতের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা হলেন প্রতীক সেন (Pratik Sen)। তাকে নিয়ে মহিলা অনুরাগীদের পাগলামির অন্ত নেই। এই কারণেই ‘মোহর’ (Mohor) শেষ হয়ে গেলেও দর্শকমহলে এই সিরিয়ালের শঙ্খ চরিত্র আজও সমান জনপ্রিয়। মোহর সিরিয়ালের হাত ধরেই  দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা পেলেও প্রতিক সেনকে প্রথমেই বাংলার দর্শকদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খোকাবাবু’ (Khokababu)।

এই সিরিয়ালের হাত ধরেই বাংলা টেলিভিশন জগতের দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করেছিলেন প্রতীক। নিজের অভিনয় গুনেই আজ তিনি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। আজ তার  জীবনের ধ্যান জ্ঞান অভিনয় হলেও একটা সময় ছিল যখন অভিনয় নয় তার স্বপ্ন ছিল বক্সার হওয়ার। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে শেষ পর্যন্ত তাকে আসতেই হয় অভিনয় জগতে।

   

প্রতীক সেন,Pratik Sen,মোহর,Mohor,খোকাবাবু,Khokababu,Big Screen,বড়পর্দা,Rituparna Sengupta,ঋতুপর্ণা সেনগুপ্ত

আসলে অভিনয়টা বোধ হয় তার রক্তেই রয়েছে। তবে অনেকেই হয়তো জানেন না অভিনেতার পরিবারের সকলেই এই ইন্ডাস্ট্রির সাথেই যুক্ত রয়েছেন। জানা যায় প্রতীকের বাবা প্রতাপ সেন এবং মা অনুরাধা সেন। তার ঠাকুরদা জলীবরণ সেন ছিলেন চিত্রপরিচালক।  দাদুও ছিলেন একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা। এখানেই শেষ নয় তিনি হলেন দেবগী কুমার বসুর আত্মীয়।

Mohor Serial might close soon মোহর

কিন্তু ছোট থেকেই প্রতীকের ইচ্ছা ছিল বক্সার হওয়ার। এমনকি রাজ্য চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি।  একটা সময় ভারতীয় রেলে চাকরিও করতেন অভিনেতা। কিন্তু পরে মায়ের উৎসাহেই অভিনয়ে ঝোঁক তৈরী হয় তার।  সবচেয়ে অবাক করার বিষয় ছোট পর্দা নয় প্রতীক সেনের অভিনয় শুরু হয়েছিল বড় পর্দা থেকে। ‘অতিথি’ সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে স্ক্রিন শেয়ার করতেও দেখা গিয়েছিল অভিনেতাকে।

প্রতীক সেন,Pratik Sen,মোহর,Mohor,খোকাবাবু,Khokababu,Big Screen,বড়পর্দা,Rituparna Sengupta,ঋতুপর্ণা সেনগুপ্ত

কিন্তু বড় পর্দায় সেভাবে জনপ্রিয়তা না পাওয়ায় ছোট পর্দার জন্য নিজেকে তৈরি করতে শুরু করেন অভিনেতা। এরপরেই স্টার জলসার খোকাবাবু সিরিয়ালের হাত ধরে আসে সাফল্য। তাই বড় পর্দায় ব্যর্থ হলেও হার মানেননি প্রতীক। সম্পূর্ণ নিজের চেষ্টায় আজ তিনি প্রতিষ্ঠিত হয়েছেন ছোট পর্দাতেই।