• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লজ্জায় হাত তুলতে পারছেন না! বগলের বিশ্রী কালো দাগ দূর করার রইল সহজ ঘরোয়া কিছু পদ্ধতি

Published on:

Underarm বগল বগলের কালো দাগ

ছেলে মেয়ে নির্বিশেষে বগল (Underarm) কালো দাগ (Black spot) খুবই লজ্জাজনক একটি বিষয়। এই বিশ্রী কালো দাগ অনেক সময়েই সৌন্দর্যহানি ঘটায়। আর মেয়েদের জন্য তো বগলের কালোদাগ খানিক অভিশাপের মতো। অনেক সময়েই এই সমস্যার কারণে তারা পরতে পারেননা ফ্যাশানেবল ট্রেন্ডি ছোট হাতার পোশাক৷ তবে সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। জেনে নিন সহজে বগলের কালোদাগ দূর করার ঘরোয়া এবং কার্যকরী কিছু টিপস।

Underarm বগল

বেকিং সোডা (Baking Soda)

বেকিং সোডা বগলের কালো দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এতে রয়েছে এন্টিব্যাকটেরিয়াল উপাদান।

বেকিং সোডা Baking Soda

ব্যবহারের পদ্ধতি-বেকিং সোডার সঙ্গে আধখানা লেবু (Lemon) -র রস মিশিয়ে বগলে দু থেকে তিন মিনিট ঘষে নিন। এরপর ১০ মিনিট রেখে ঠান্ডা জলে জায়গাটি ধুয়ে ফেলুন। সপ্তাহে দু থেকে তিন দিন এভাবে মিশ্রণটি ব্যবহার করলেই হাতে নাতে পাবেন প্রমাণ।

দুধ (Milk)

দুধ সবদিক থেকেই উপকারী একটি উপাদান। দুধ স্বাস্থ্য এবং ত্বক উভয়ের জন্যই বেশ উপকারী। বগলের কালো ভাব দূর করতেও দূধের জুড়ি মেলা ভার৷ দুধের মধ্যে থাকা ভিটামিন ও ফ্যাটি এসিড বগলের কালো দাগ কমাতে উপকারী। পাশাপাশি দুধ বগলের রুক্ষতাকে কমিয়ে মসৃণ ও উজ্জ্বল ও করে তোলে।

Milk দুধ

ব্যবহারের পদ্ধতি-একটি পাত্রে দুই টেবিল চামচ দুধের সর নিন। এরপর এরমধ্যে দুই টেবিল চামচ ময়দা এবং এক চা চামচ দই দিয়ে ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈতৈরি করুন। মিশ্রণটি বগলে মেখে মিনিট ১৫ রেখে হালকা গরম জলে ধুয়ে নিন, এইভাবে সপ্তাহে অন্তত দুবার এই মিশ্রণটি ব্যবহার করুন।

পাতি লেবু (Lemon)

লেবুর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। লেবুর অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের গাঢ় দাগ দূর করতেই খুবই কার্যকরী!

Lemon লেবু সানি Sugar

ব্যবহারের পদ্ধতি –প্রতিদিন স্নানের সময় পাতি লেবু বগলে ঘষে মিনিট দুয়েক রেখে ধুয়ে ফেলুন। এছাড়াও লেবুর সঙ্গে চিনি মিশিয়ে চিনি গলে না যাওয়া অবধি বগলে আলতো করে ঘষতে থাকুন। সপ্তাহে অন্তত তিনদিন এই মিশ্রণ বগলে লাগাতে পারলে কালো দাগ উঠে যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥