পৃথিবীতে অত্যাশ্চর্যকর অনেক জিনিস আছে যা আমাদের জানার বাইরে। আবার এমন অনেক জিনিস রয়েছে যেগুলি আমাদের কাছে অনেকটা অবিশ্বাস্য। মানুষ ভ্রমণ (Travelling) করতে বেশ ভালোবসে আর বাঙালি মানে তো আর কথাই নেই। বছরের অন্তত একবার যদি একটু ঘুরু ঘুরু না হয় তাহলে কি আর চলে!
ডিসেম্বর থেকে শুরু করে গোটা জানুয়ারি মাস হল বাঙালিদের জন্য একেবারে ভ্রমণের আদর্শ সময়। এই সময় অনেকেই নানান জায়গায় ঘুরতে যান। কেউ কাছে পিঠে তো কেউ দূরে।
অনেকেই বরফ দেখতে চলে যান উত্তরে তো কেউ জঙ্গলে তো কেউ আবার মরুভুমি দর্শনে বেরিয়ে পড়েন রাজস্থানে। কিন্তু জানেন কি রাজস্থান (Rajasthan) শুধু মাত্র মরুভুমির জন্য বিখ্যাত হলেও এখানে রয়েছে আরো অনেক কিছু। মরু রাজ্য রাজস্থানে রয়েছে একটি অবিশ্বাস্য সুন্দর জায়গা।
রাজস্থানে চাচা কোটা (Chacha Kota Rajasthan) বলে একটি গ্রাম রয়েছে, যেখানে গেলে আপনার হয়তো বিশ্বাসই হবে না যে আপনারা রাজস্থানে আছেন। কারণ কোনো মরুভূমির দৃশ্য নয়, রাজস্থানের চাচা কোটায় দেখতে পাবেন সবুজে সবুজময় চারিদিক। সাথে রয়েছে বিস্তীর্ন জনরাশি। এই ১০০ দ্বীপের এই গ্রামের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে তোলে প্রতিবারই।
সম্প্রতি চাচাকোটার কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর ভাইরাল এই ছবিতে লক্ষাধিক মানুষ লাইক করেছেন। সাথে জায়গাটি যে অসম্ভব সুন্দর তা স্বীকার করেছেন কমেন্ট বক্সে।
অনেকে তো বিশ্বাসই করতে পারেন নি যে রাজস্থানে এমন সুন্দর একটি জায়গা আছে বলে। যারা এই জায়গাটির কথা প্রথমবার জানতে পেরেছেন তাদের মধ্যে বেশিরভাগই চাচাকোটায় যাবার ইচ্ছা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, আমাদের দেশ ভারতবর্ষে (India)এমন অনেক কিছুই রয়েছে যা হয়তো আমাদের সকলের জানা নেই। অসম্ভব সুন্দর এই দেশ ভারতবর্ষে অনেক অসাধারণ সুন্দর জায়গা রয়েছে।
আমরা বংট্রেন্ডে (Bongtrend) চেষ্টা করবো সেই সমস্ত জায়গাগুলি একে একে তুলে ধরার। যাতে আপনারা এই সুন্দর জায়গাগুলি সন্মন্ধে জানতে পারেন।