• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উমর রিয়াজের প্রেমিকাকে কেড়ে নিলেন মিকা! কোটিপতি গায়ককে বিয়ে করতে ‘বিগ বস’ তারকাকে ছাড়লেন অভিনেত্রী

Published on:

Umar Riaz,Umar Riaz girlfriend,Mika Singh and Umar Riaz,Mika Singh,Swayamvar Mika Di Vohti,Manpreet Kaur,Umar Riaz and Manpreet Kaur,Bollywood,Entertainment,স্বয়ম্বর মিকা দি বোহটি,মিকা সিংয়ের স্বয়ম্বর,মিকা সিং,উমর রিয়াজ,মিকা সিং এবং উমর রিয়াজ,উমর রিয়াজের প্রেমিকা,মনপ্রীত কউর,বলিউড,বিনোদন

বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের (Mika Singh) নাম দেশের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’দের মধ্যে রয়েছে। তবে এবার সেই মিকারই বিয়ে হতে চলেছে। ন্যাশানাল টেলিভিশনেই নিজের জীবনসঙ্গিনীকে বেছে নেবেন তিনি। একটি জনপ্রিয় চ্যানেলে রমরমিয়ে চলছে মিকার স্বয়ম্বর। দেশের নানান প্রান্ত থেকে একাধিক সুন্দরী মেয়ে এসেছেন গায়কের গলায় মালা দিতে। কিন্তু মিকা কাকে বেছে নেবেন? দর্শকদের মনে ঘুরছে এই প্রশ্ন।

‘স্বয়ম্বর মিকা দি বোহটি’র দিকে শুরু থেকেই তাঁর ভক্তদের নজর ছিল। মিকাকে নিয়ে সুন্দরী মেয়েদের টানাটানি, মিকার মন পাওয়ার জন্য তাঁদের নানান প্রচেষ্টা দেখতে তাঁদের বেশ ভালোলাগত। সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী মিকার বোন হয়ে শো’য়ে গিয়েছিলেন। তবে এবার মিকার বিয়ে নিয়ে একটি বড় খবর শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, ‘বিগ বস’ খ্যাত এক তারকার প্রেমিকা মিকার গলায় মালা দিতে আসছেন।

Mika Singh

হ্যাঁ, ঠিকই শুনছেন। মিকার জন্য ‘বিগ বস’ তারকার সঙ্গে প্রেম ভেঙে শো’য়ে আসছেন মনপ্রীত কউর (Manpreet Kaur)। কিন্তু তাঁর প্রেমিক কে জানেন? ‘বিগ বস’ সিজন ১৫ খ্যাত উমর রিয়াজ (Umar Riaz) হলেন মনপ্রীতের চর্চিত প্রেমিক। একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ‘বিগ বস’ সিজন ১৩’এর রানার্স আসিম রিয়াজের দাদার প্রেমিকা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে শো’য়ে প্রবেশ করবেন।

জানা যাচ্ছে, মনপ্রীত নাকি মিকার স্বয়ম্বরের শ্যুটিং শুরু করে দিয়েছেন। অনুরাগীরা শীঘ্রই মিকার সঙ্গে তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখবেন। শুধু তাই নয়, আগামী কয়েকদিনের মধ্যেই শোয়ের নির্মাতারা উমরের চর্চিত প্রেমিকা মনপ্রীত এবং মিকার প্রোমো দেখানো শুরু করে দেবেন।

Manpreet Kaur

‘বিগ বস’ সিজন ১৫ চলাকালীন উমরের নাম টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রশ্মি দেশাইয়ের সঙ্গে জড়িয়েছিল। কিন্তু উমর সেই সংবাদ গুজব বলে উড়িয়ে দেন। সেই সময় তাঁর প্রেমিকা হিসেবে মনপ্রীতের নাম সামনে আসে। তবে উমর কিংবা মনপ্রীত কেউই এই সংবাদে কখনও শিলমোহর দেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥