• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাঁটু জলে ডুবে যাচ্ছে উমা, নায়িকাকে বাঁচাতে ঝাঁপ দিল অভি! কান্ড দেখে হেসে খুন নেটিজেনরা

উমা,অভিমন্যু,সমুদ্র,বাংলা সিরিয়াল,Uma,Abhi,Bengali serial,viral,promo

সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে সিরিয়াল মাত্রেই অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই রোজ সিরিয়াল দেখার এক অদ্ভুত নেশা থাকে সকলেরই। দর্শকমহলে দারুন জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল ‘উমা’ (Uma)। এই সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে উমার চরিত্রে অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর (Shinjinee Chakraborty) অভিনয়।

গ্রামের লড়াকু মেয়ের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে কেন্দ্র করে কেন্দ্র করে উমার যে লড়াই তা খুব সুন্দর ভাবে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যেই নেটিজেনদের নানান কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। অবশ্য সমালোচকদের মতোই এই অভিনেত্রীর অনুরাগীদের সংখ্যাও কম নেই সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য ধারাবাহিকের নায়ক। আর তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কীই বা বলব?

উমা,অভিমন্যু,সমুদ্র,বাংলা সিরিয়াল,Uma,Abhi,Bengali serial,viral,promo

কিন্তু এত জনপ্রিয় তারকা থাকা সত্ত্বেও ধারাবাহিকের দুর্বল প্লট, এবং গল্পের জেরে মাঝে মধ্যেই নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে ওঠে ‘উমা’ ধারাবাহিকটি। সম্প্রতি ধারাবাহিকের একটি প্রোমো দেখে তো কার্যত হেসে খুন দর্শকেরা৷ যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পারে গভীরেও না হাঁটু জলে ডুবে যাচ্ছে নায়িকা উমা। তাকে বাঁচাতে দৌড়ে গেল অভি।

উমা,অভিমন্যু,সমুদ্র,বাংলা সিরিয়াল,Uma,Abhi,Bengali serial,viral,promo

জলে হাবুডুবু খাচ্ছে উমা। অভি তাকে গিয়ে তুলতেই উমা কথাও বলল, কিন্তু পরক্ষণেই সে আবার হাত পা ছেড়ে এলিয়ে পড়ল অভির গায়ে। অভি তাকে মাটিতে শুইয়ে পেটে চাপ দিতেই বেরিয়ে এলো জল। তবে এই ঘটনায় কোনোই লজিক খুঁজে পাচ্ছেন না। এক নেটিজেন তো সাফ লিখেছেন, , “উমা যখন ডুবন্ত অবস্থায় নিজের পায়ে দাঁড়ালো। দেখা গেল হাঁটু অবদি জল। বলছি হাটু জলে কে ডোবে ভাই”। আবার কেউ লিখেছেন, “হাহা দিয়ে পোষায়নি তাই কমেন্টে এসে হাহা দিয়ে গেলাম “, এই দৃশ্য দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥