• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাটে হাঁড়ি ভাঙল উমা! আলিয়ার জন্মদিনেই অভির সামনে হবে পর্দাফাঁস, রইল নতুন প্রোমো

Published on:

উমা,Uma,অভি,Abhi,আলিয়া,Alia,নতুন প্রোমো,New Promo,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে সিরিয়াল মাত্রেই অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই রোজ সিরিয়াল দেখার এক অদ্ভুত নেশা থাকে সকলেরই। দর্শকমহলে দারুন জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল ‘উমা’ (Uma)। এই সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে উমার চরিত্রে অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর (Shinjinee Chakraborty) অভিনয়।

গ্রামের লড়াকু মেয়র ক্রিকেটার হওয়ার স্বপ্নকে কেন্দ্র করে কেন্দ্র করে উমার যে লড়াই তা খুব সুন্দর ভাবে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যেই নেটিজেনদের নানান কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। অবশ্য সমালোচকদের মতোই এই অভিনেত্রীর অনুরাগীদের সংখ্যাও কম নেই সোশ্যাল মিডিয়ায়।

উমা,Uma,অভি,Abhi,আলিয়া,Alia,নতুন প্রোমো,New Promo,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

তাই যখন কেউ উমার অভিনয়, কিংবা হাসি নিয়ে কটাক্ষ করেন তখন সঙ্গে তাদের মুখে ঝামা ঘষে দিতে দুবার ভাবেন না উমা ভক্তরা। প্রসঙ্গত এই তারকাখচিত সিরিয়ালে নায়ক অভিমন্যুর চরিত্রে অভিনয় রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। সদ্য এই সিরিয়ালে এসেছে এক মোড় ঘোরানো পর্ব। উমা চিরকালের মতো ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার কথা জানাতেই উমার প্রতি পাল্টে গিয়েছে অভির ব্যবহার।

উমা,Uma,অভি,Abhi,আলিয়া,Alia,নতুন প্রোমো,New Promo,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

উমাকে ভুল বুঝে রাতারাতি অভির এমন পাল্টে যাওয়া কিছুতেই মানতে পারছেন দর্শক। বিশেষ করে এখন অভি যেভাবে আলিয়ার পক্ষ নিচ্ছে তা একেবারেই ভালো চোখে দেখছেন না দর্শক। এরইমধ্যে অভি আবার উমা কে ডিভোর্স পর্যন্ত দিতে রাজি হয়ে গিয়েছে। যা দেখে উমার মতোই অবাক হয়েছেন দর্শক।

উমা,Uma,অভি,Abhi,আলিয়া,Alia,নতুন প্রোমো,New Promo,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। এই ভিডিওতে দেখা যাচ্ছে, আলিয়ার জন্মদিনের পার্টিতে সেজে উঠেছে আচার্য বাড়ি। দেখা যায় আলিয়া অভির কাছে জন্মদিনের উপহার চাইলে অভি বলে সে যা চাইবে তাই দেবে অভি। তখনই উমা এসে বলে সেও কিছু দিতে চায় আরিয়াকে। এরপরই এক অচেনা ব্যক্তি কে এনে দাঁড় করায় আলিয়ার সামনে। যাকে দেখে ভুত দেখার মতো চমকে ওঠে আলিয়া। সোশ্যাল মিডিয়ায় এই প্রোমো ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের বেগে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥