ইদানিং তো সিরিয়াল ছাড়া এক মুহূর্ত চলে না দর্শকদের। দিনে দিনে দর্শকমহলে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রায় প্রতি মাসেই বিনোদনমূলক চ্যানেল গুলিতে আনা হচ্ছে একের পর এক নিত্যনতুন সিরিয়াল। সারা সপ্তাহ ধরেই বাংলার বিনোদনমূলক চ্যানেলগুলোতে একের পর এক চলতে থাকে নিত্যনতুন সিরিয়ালের মেলা।
দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রায় প্রতি মাসেই বিনোদনমূলক চ্যানেল গুলিতে আনা হচ্ছে একের পর এক নিত্যনতুন সিরিয়াল। এই মুহূর্তে বাংলার অন্যতম দুই জনপ্রিয় বিনোদনমূলক চ্যানেল হল স্টার জলসা এবং জি বাংলা। বিগত এক বছরে এই দুই চ্যানেলের তরফেই পাল্লা দিয়ে আনা হচ্ছে একের পর এক নিত্যনতুন সিরিয়াল।
স্বাভাবিকভাবেই নতুন সিরিয়াল আসা মানেই কোপ গিয়ে পড়ে পুরনো সিরিয়ালের ওপর। এই করে ইতিপূর্বে টিভির পর্দায় শেষ হয়েছে একের পর এক জনপ্রিয় সিরিয়াল। ইদানিং দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে অকারণে কোন সিরিয়ালকে টেনে ইলাস্টিকের মত বড় না করে নির্দিষ্ট সময়ে গল্পের প্রয়োজনে শেষ করে দেওয়া হচ্ছে সেই সিরিয়াল।
এর ফলে দর্শকরাও নতুন নতুন সিরিয়াল দেখার সুযোগ পেয়ে যাচ্ছেন। খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রমো। এবার জানা গিয়েছে ধারাবাহিক সম্প্রচারের সময় এবং দিনক্ষণ। ব্যাস তারপর থেকেই টেলিপাড়ায় জোড় গুঞ্জন শেষ হতে চলেছে (Off Air) জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘উমা’ (Uma)।
জানা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে অর্থ্যাৎ আগামী ২৯ অগস্ট থেকে সন্ধ্যা ৭-টা অর্থাৎ ‘উমা’র সম্প্রচারের সময় দেখা যাবে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। তাই স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে শেষ হতে চলেছে উমা। সম্প্রতি এবিষয়ে আনন্দবাজার অনলাইনে মুখ খুলেছিলেন উমা অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী।তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। সিরিয়ালের সময়ও বদলে যেতে পারে অথবা শেষও হয়ে যেতে পারে। তবে যাই-ই হবে তাতেই মনখারাপ হয়ে যাবে বলে জানিয়েছেন নায়িকা।