• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খলনায়িকা চরিত্রে দুর্দান্ত অভিনয়, ‘উমা’ না পারলেও নতুন সিরিয়ালে কামব্যাক খলনায়িকা শ্রীতমার!

Published on:

Uma Serial Negative Role actress Shritama Mitra comeback in new serial rumors

জি বাংলার ‘উমা’ (Uma) ধারাবাহিকটি শেষ হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল। গত আগস্ট মাসে সম্প্রচারিত হয়েছে ধারাবাহিকটির শেষ এপিসোড। কিন্তু এখনও দর্শকরা মাঝেমধ্যেই ভিন্ন স্বাদের এই ধারাবাহিকটি বেশ মিস করেন। শিঞ্জিনী চক্রবর্তী, নীল ভট্টাচার্য অভিনীত ‘উমা’র কথা মনে পড়ে তাঁদের।

তবে ‘উমা’র নায়ক-নায়িক নীল-শিঞ্জিনী হলেও, খলনায়িকা আলিয়ার (Aliya) চরিত্রে অভিনয় করে বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী শ্রীতমা মিত্র (Shritama Mitra)। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে আদায় করে নিয়েছিলেন দর্শকদের প্রশংসা।

Sritama Mitra in Uma

খলনায়িকা হলেও নায়িকা উমাকে টেক্কা দেওয়ার মতো জনপ্রিয়তা ছিল আলিয়ার। ‘উমা’ শেষ হওয়ার তিন মাসের মাথাতেই এবার আলিয়া অভিনেত্রী শ্রীতমা নতুন ধারাবাহিক নিয়ে আসছেন। সম্প্রতি ফাঁস হয়েছে এই তথ্য।

জানিয়ে রাখি, শ্রীতমার টেলি দুনিয়ায় আত্মপ্রকাশ ‘পাণ্ডব গোয়েন্দা’ ধারাবাহিকের হাত ধরে। কিন্তু জনপ্রিয়তা পাওয়া শুরু ‘উমা’র মাধ্যমেই। খলনায়িকা আলিয়ার চরিত্রে হাড় জ্বালানো অভিনয় করেই দর্শকদের পছন্দের পাত্রী হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ধারাবাহিকটি শেষ হওয়ার পর আর আলিয়াকে পর্দায় দেখা যায়নি। তাঁর কামব্যাকের জন্য অপেক্ষা করে ছিলেন দর্শকরা। অবশেষে এসেই গেল সেই সুদিন।

Sritama Mitra in Uma

বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘উমা’ ধারাবাহিকের আলিয়া ওরফে শ্রীতমা ফের ছোটপর্দায় ফিরছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, স্টার জলসায় নতুন শুরু হতে চলা ধারাবাহিক ‘নাগ পঞ্চমী’তে দেখা যাবে অভিনেত্রীকে।

জানিয়ে রাখি, স্টার জলসায় শীঘ্রই শুরু হতে চলা ‘নাগ পঞ্চমী’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন ‘বৌমা একঘর’ খ্যাত সুস্মিতা দে। শোনা যাচ্ছে, নায়কের চরিত্রে দেখা যাবে রাজদীপ গুপ্তকে। অপরদিকে ‘মন ফাগুন’এর পিহু অর্থাৎ অভিনেত্রী সৃজলা গুহও এই সিরিয়ালে থাকবেন বলে গুঞ্জন শোনা গিয়েছে। এবার সেই তালিকাতেই যোগ হল ‘উমা’র আলিয়া অর্থাৎ অভিনেত্রী শ্রীতমা মিত্রের নাম। যদিও এখনও পর্যন্ত অভিনেত্রী নিজে এই বিষয়ে মুখ খোলেননি। এবার দেখা যাক, সত্যি সত্যিই এই গুঞ্জন বাস্তবায়িত হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥