• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরো গুয়ের মতো লাগছে! ক্রিকেটার সেজে ‘উমা’র নতুন প্রোমো দেখে কটাক্ষ নেটিজেনদের

Published on:

উমা,বাংলা সিরিয়াল,প্রোমো,জি বাংলা,uma,bangla serial,promo,zee bangla,troll

বাংলা সিরিয়াল নিয়ে ট্রোল কিন্তু লেগেই রয়েছে। আজ ‘খুকুমণি হোম ডেলিভারি ‘র কোনোও দৃশ্য নিয়ে হাসাহাসি হচ্ছে তো কাল ‘পিলু’ নিয়ে চলছে মশকরা। তবে এবার এই ট্রোলের জালে ধরা পড়ল জি বাংলার ধারাবাহিক ‘উমা’। দর্শকদের কাছে বেশ জনপ্রিয় এই সিরিয়াল, শুরু থেকেই রয়েছে টিআরপি লিস্টের প্রথমের দিকে। তবে এবার সিরিয়ালের নতুন প্রমো ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে ট্রোলিং। কারণ প্রোমোতে যা দেখানো হয়েছে তা দেখে একপ্রকার হেসেই ফেলেছে নেটিজেনরা।

ধারাবাহিকের শুরু এক জিনিস নিয়ে হলেও মাঝামাঝিতে এসে সেই বিয়ে সংসার, ত্রিকোণ প্রেমই হয়ে ওঠে মুখ্য বিষয়। অল্প কয়েকদিনের মধ্যেই নিজের অভিনয় দক্ষতার সাহায্যে দর্শকদের মন জয় করে নিয়েছেন সিরিয়ালের নায়িকা তথা উমা চরিত্রের অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty)। ইতিমধ্যেই সিরিয়ালে চূড়ান্ত নাটকীয়ভাবে বিয়ে হয়েছে উমা আর অভিমন্যুর। সিরিয়ালে এই অভিমন্যুর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)।

উমা,বাংলা সিরিয়াল,প্রোমো,জি বাংলা,uma,bangla serial,promo,zee bangla,troll

ধারাবাহিকে ‘উমা’ একজন মহিলা ক্রিকেটার। সিরিয়ালের প্রোমোতে দেখা যাচ্ছে অভির সাথে উমার বিয়ে এখনও মেনে নেননি তার শাশুড়ী। তাই উমাকে সে দিয়েছে শেষ সুযোগ। তার বক্তব্য, খেলার মাঠে নিজেকে প্রমাণ করতে পারলে তবেই সে অভির বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারবে, নয়ত তাকে সারাজীবনের জন্য চলে যেতে হবে অভিমন্যুর জীবন থেকে।

উমা,বাংলা সিরিয়াল,প্রোমো,জি বাংলা,uma,bangla serial,promo,zee bangla,troll

কিন্তু ২২ গজে উমার বিপরীতে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ আলিয়া রয়েছে। উমা মাঠে নামতেই সে ধমক দিয়ে জানায়, ‘এই ২২ গজে আমি রাজ করি, আজই তোমার শেষ খেলা মাঠেও হারবে, বাড়িতেও। ‘ এরপর উমাকে পায়ে ধাক্কা দিয়ে ফেলেও দেয় অন্য একজন খেলোয়াড়।

উমা,বাংলা সিরিয়াল,প্রোমো,জি বাংলা,uma,bangla serial,promo,zee bangla,troll

এই ভিডিও দেখেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। উমাকে ক্রিকেটারের বেশে দেখে এক নেটিজেন বলেছেন, ‘গুয়ের মত লাগছে। ‘ আরেকজন লিখছেন, ‘ ক্রিকেটার কিন্তু না আছে বডি ফিটনেস বা খেলতে পারা। ক্রিকেটের গল্প অথচ ক্রিকেট খেলতেই নায়িকা জানতো না ইন্টারভিউ তে নিজেই একথা বলছে উমা। ‘ আবার অন্য একজন লিখেছেন, ‘অভির চরিত্র সবচেয়ে জঘন্য। ওর ছেলেমানুষীর জন্য উমার এই দশা। এত কুটকচালি ভাল লাগেনা।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥