শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty) নামটা বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে বেশ পরিচিত। জি বাংলার পর্দায় জনপ্রিয় মেগা সিরিয়াল ‘উমা’ (Uma) এ মুখ্য চরিত্রে অভিনয় করেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন শিঞ্জিনী। অল্পদিনেই হয়ে উঠেছিলেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে। মফস্বলের মেয়ে উমার মহিলা ক্রিকেটার হয়ে জাতীয় দলে খেলার স্বপ্ন বেশ ছাপ ফেলেছিল দর্শকমহলে।
প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার অভিনয়ে হাতেখড়ি হয়েছিল টেলি অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর (Shinjinee Chakraborty)। প্রথম সিরিয়ালেই শিঞ্জিনীর সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের।তবে প্রশংসার সাথেই জুটেছিল সমালোচনাও। উমার ক্রিকেট খেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং হয়েছে একসময়।
তবে উমা শেষ হওয়ার পর থেকে শিঞ্জিনীকে আরও একবার টেলিভিশনের পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। অবশেষে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে কামব্যাক করছেন শিঞ্জিনী। তবে নায়িকা নয় জল্পনাকে সত্যি করেই উমা এবার হচ্ছেন খলনায়িকা। তাও আবার স্টার জলসায়। অর্থাৎ বাকিদের মতোই জি কন্যা উমাও এবার আসছেন স্টার জলসায়।
সদ্য প্রকাশ্যে এসেছ স্টার জলসার নতুন সিরিয়াল ‘পঞ্চমী’র একটি প্রোমো। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে ধারাবাহিকে কালনাগিনী রূপে এন্ট্রি নিয়েছেন উমা অভিনেত্রী শিঞ্জিনী। নগ্ নাগিনীদের নিয়ে তৈরী এই সিরিয়ালে মুখ্য চরিত্র পঞ্চমীর ভূমিকায় দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী সুস্মিতা দে-কে অন্যদিকে নায়ক কিঞ্জলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত।
প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে পঞ্চমীকে কিঞ্জলের মা বলছেন তিনি তার ছেলের এবার সত্যিকারের বিয়ে দেবেন। আর সে হবে এমন মেয়ে যার কুষ্টিতেই আছে সে তার স্বামীর প্রাণ বাঁচাবে। এরপরেই দেখা যাচ্ছে চিত্রা নামের কালনাগিনী হয়ে সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন উমা অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। এই নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই নতুন চরিত্রে শিঞ্জিনীর লুক দারুন প্রশংসিত হয়েছে দর্শকমহলে।