
ইদানিং সিরিয়ালপ্রেমী দর্শকদের বিনোদনের একটা বড় অংশ জুড়েই থাকে বাংলা সিরিয়াল (Bengali Serial)। তাই সিরিয়াল ছাড়া এক মুহূর্ত চলে না দর্শকদের। দিনে দিনে দর্শকমহলে বাড়তে থাকা সিরিয়ালের চাহিদার কথা মাথায় রেখে প্রায় প্রতি মাসেই বিনোদনমূলক চ্যানেল গুলিতে আনা হচ্ছে একের পর এক নিত্যনতুন সিরিয়াল। সারা সপ্তাহ ধরেই বাংলার বিনোদনমূলক চ্যানেলগুলোতে চলতে থাকে একের পর এক নিত্যনতুন সিরিয়ালের দাপট।
এখনকারদিনে সব সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি। স্বাভাবিকভাবেই নতুন সিরিয়াল আসা মানেই আয়ু শেষ হয়ে আসে পুরোনো সিরিয়ালের। এই করে ইতিপূর্বে টিভির পর্দায় শেষ হয়েছে একের পর এক জনপ্রিয় সিরিয়াল। তাছাড়া ইদানিং দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে অকারণে কোন সিরিয়ালকেই টেনে ইলাস্টিকের মত বড় না করে নির্দিষ্ট সময়ে গল্পের প্রয়োজনে শেষ করে দেওয়া হচ্ছে সেই সিরিয়াল।
কিছুদিন আগেই তেমনি জি বাংলার পর্দায় শেষ হয়েছে জনপ্রিয় সিরিয়াল ‘উমা’ (Uma)। এই ধারাবাহিকের নায়িকা উমার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন নবাগতা টেলি অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty)। প্রসঙ্গত এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। সেই থেকেই হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে।
টিভির পর্দায় ধারাবাহিক শেষ হয়েছে প্রায় তিন মাস। তারপর থেকে এখনো পর্যন্ত কোন নতুন ধারাবাহিকে দেখা যায়নি এই অভিনেত্রীকে। প্রসঙ্গত উমা সিরিয়ালে শিঞ্জিনীর বিপরীতে নায়ক অভি চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattcharya)। খুব তাড়াতাড়ি স্টার জলসার নতুন ধারাবাহিক বাংলা মিডিয়ামে কামব্যাক করতে চলেছেন তিনি।
তবে শিঞ্জিনী এখনও পর্যন্ত টিভির পর্দায় কামব্যাক না করলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভালোই অ্যাক্টিভ
থাকেন তিনি। মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের নানান টুকরো ছবি শেয়ার করে থাকেন পর্দার উমা। সম্প্রতি নিজের হেয়ার স্টাইল পাল্টে একেবারে নতুন লুকে (New Look) ধরা দিয়েছিলেন অভিনেত্রী। পর্দার উমার এই ভোল বদল দেখে চোখ ফেরাতে পারেন পারছেন না অনুরাগীরা।