বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই টিভির পর্দায় আসর বসে একের পর এক বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial)। তাই ইদানিং সিরিয়ালপ্রেমী দর্শকদের বিনোদনের একটা বড় অংশ জুড়েই থাকে বাংলা সিরিয়াল। দিনে দিনে দর্শকমহলে বাড়তে থাকা সিরিয়ালের চাহিদার কথা মাথায় রেখেই টেলিভিশনের পর্দায় এখন সিরিয়ালের মেলা।
বছর বছর কত সিরিয়াল যায় আর আসে। তবে এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হয়ে গেলেও তার চরিত্রদের ভুলতে পারেন না দর্শক। দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল ছিল জি বাংলার ‘উমা’ (Uma)। এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার অভিনয়ে হাতেখড়ি হয় টেলি অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর (Shinjinee Chakraborty)। প্রথম সিরিয়ালের সাবলীল অভিনয়গুণে মন জয় করেছিলেন দর্শকদের।
তবে প্রশংসার পাশাপাশি জুটেছিল সমালোচনাও। উমার ক্রিকেট খেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং হয়েছে একসময়। তবে উমা শেষ হওয়ার পর এখনও পর্যন্ত পর্দায় দেখা মেলেনি শিঞ্জিনীর। দেখতে দেখতে প্রায় ৫ মাস হল জি বাংলার পর্দায় শেষ হয়েছে এই জনপ্রিয় মেগা সিরিয়াল।
ছোট শহরের মেয়ে উমার ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে তৈরী এই মেগা সিরিয়ালে উমার বিপরীতে অভির চরিত্রে অভিনয় করেছিলেন টেলি অভিনেতা নীল ভট্টাচার্য। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ষ্টার জলসার নতুন ধারাবাহিক বাংলা মিডিয়ামে। এছাড়াও ইতিমধ্যেই কামব্যাক করেছেন এই সিরিয়ালের খলনায়িকা আলিয়াও। জি বাংলার নতুন সিরিয়াল ‘মন দিতে চাই’তে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।
তাই উমা ভক্তরাও তাদের প্রিয় অভিনেত্রীকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন। আর নতুন বছরের শুরুতেই উমা ভক্তদের জন্য এল এক বিরাট সুখবর। শোনা যাচ্ছে আগামীদিনে স্টার জলসার পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক (New Serial)। আর এই নতুন ধারাবাহিকের অভিনয় করতে চলেছেন পর্দার উমা। তবে এবার আর নায়িকা নয়। জানা যাচ্ছে নায়িকা থেকে এবার একেবারে খলনায়িকা (Villain)রূপে ফিরবেন (Comeback) শিঞ্জিনী। যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে নিচিত ভাবে কোনো খবর মেলেনি। তাই আদৌ অভিনেত্রী কামব্যাক করবেন নাকি এটা শুধুই জল্পনা তার উত্তর দেবে একমাত্র সময়।