সময়ের সাথে সাথে ওয়েব সিরিজ থেকে শর্টফিল্মের চাহিদা বেড়েই চলেছে। শুরুতে অনেকেই ভেবেছিল করোনা কালে জনপ্রিয়তা পেলেও পরে সেটা কমে যাবে, কিন্তু সেটা হয়নি। একসময় সিনেমা দেখতে হলে গেলেও আজকাল মোবাইলে শর্ট ফিল্ম (Bold Shortfilm) বা ওয়েব সিরিজ (Bold Web Series) দেখতেই বেশি পছন্দ করছেন বেশিরভাগ মানুষ। সেই কারণেই হু হু করে বিভিন্ন ওটিটি প্লাটফর্মের (OTT Platform) চাহিদা।
আজ বাজারে একেরপর এক নতুন ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে। যাদের মধ্যে উল্লু, প্রাইমশট, এমেক্স প্লেয়ার ইদ্যাদি বেশ জনপ্রিয়। এখানে রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন থেকে শুরু করে ১৮+ ওয়েব সিরিজ ও শর্টফিল্মের ভান্ডার রয়েছে। মূলত নৈশ বিনোদনের জন্য দর্শকদের প্রথম চয়েসে পরিণত হয়েছে এই ওটিটি অ্যাপগুলি। কারণ নিজের ইচ্ছা মত অঢেল ভিডিও পাওয়া যায় হাতের আঙুলের ছোঁয়াতেই।
হাজারো ভিডিও উপলব্ধ থাকলেও সকলেই একটা বেশ ভালো গল্প আর তাতে ভরপুর রোম্যান্টিক দৃশ্য খোঁজেন। বাছাই হয়ে গেলেই একটু প্রাইভেসি খুঁজে হাতে মোবাইল নিয়ে বসে পড়া যায়। এই জন্যই তো বাকি সব কিছুর থেকে ‘ইরোটিক’ সিরিজ ও শর্ট ভিডিওর চাহিদা তুঙ্গে। আজ আপনাদের এমনই একটা গা গরম করে দেওয়া ওয়েব সিরিজ সম্পর্কে জানাবো।
বোল্ড দৃশ্যে ভরপুর, দেখলেই উত্তেজনা চরমে পৌঁছবে কেমন ভিডিও যদি খোঁজেন তাহলে অবশ্যই উল্লু অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর সেখানে দেখে নিতে পারেন ‘রিতি রিওয়াজ : পিঞ্জরা’ ওয়েব সিরিজটি। যেখানে দুই মহিলার মধ্যে গড়ে ওঠা সম্পর্কে দেখাযাবে। ভিডিওতে দুই নায়িকার চরিত্রে অভিনয় করছেন মিষ্টি বসু ও অনুপমা প্রকাশ।
আপনিও যদি এই সিরিজটি দেখতে চান তাহলে ঝটপট উল্লু অ্যাপ ডাউনলোড করে ফেলুন। তারপর সার্চ করে খুঁজে বের করে দেখতে শুরু করে দিন। নিচে এই সিরিজের কিছু ঝলক দেওয়ার রইল। যেটা দেখলেই বুঝতে পারবেন গল্পে কতটা মশলা রয়েছে বিনোদনের জন্য।