• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চিঠি দিতে গিয়ে খাটে পোস্টম্যান, আলো নিভিয়ে দেখুন উত্তেজনায় ভরপুর এই ওয়েব সিরিজ, ঘুম উড়ে যাবে!

Updated on:

Ullu App Bold Web Series Patra Petika going Viral

সময়ের সাথে পাল্টেছে সাধারণ মানুষের বিনোদনের মাধ্যম। একসময় টেলিভিশনে সিনেমা দেখলেও আজকাল হাতের মোবাইলেই ঢুকে যেতে পারে আস্ত সিনেমা হল। বিশেষ করে ওটিটি প্লাটফর্মের (OTT Platform) দৌলতে হু হু করে জনপ্রিয়তা বাড়ছে ওয়েব সিরিজের (Web Series)। দেশি থেকে বিদেশী সব ধরণের কনটেন্টই দেখতে পাওয়া যায় এই অনলাইন প্লাটফর্মে। আর চাহিদা যে বাড়ছে তার প্রমাণ হল নিত্যনতুন ওটিটি এর শুরু হওয়া ও তাদের সাবস্ক্রাইবার বৃদ্ধি।

ওটিটি প্ল্যাটফর্মে হাতের মুঠোতেই থাকছে সব ধরণের বিনোদনের উপায়। কমেডি, রোম্যান্স থেকে শুরু করে হরর, ডিটেকটিভ কিংবা বোল্ড সবই আছে। তবে মূলত বোল্ড ওয়েব সিরিজের (Bold Web Series) জেরেই আকাশ ছুঁয়েছে অনলাইন প্লাটফর্মগুলি চাহিদা। এমন প্রচুর ওয়েব সিরিজ রয়েছে যা বোল্ড সিনেমা (Bold Movies) উপভোগকারীদের বেশ পছন্দের।

Ullu App Bold Web Series Patra Petika trailer

আসলে করোনা ও করোনাপরবর্তীকালে মানুষ ঘরের বাইরে গিয়ে সিনেমা সেভাবে দেখতে যেতে পারছিল না। এদিকে বিনোদনের জন্য কিছু তো চাই, তাই টিভির পাশাপাশি ওটিটি প্লাটফর্মের চাহিদাও বাড়তে শুরু করে। বিশেষ করে অনলাইনে প্ল্যাটফর্মগুলিতে খুব সহজেই বোল্ড ও অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে পাওয়া যায় তাই আরও বেশি চর্চায় চলে আসে। সকলেই কম বেশি ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে ভিডিও দেখতে শুরু করে।

ULLU, KOOKU, MX player, Prime Shot এর মত একাধিক ওটিটি রয়েছে বোল্ড কন্টেন্টের জন্য। তবে সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছে উল্লু অ্যাপ। আর এই ULLU অ্যাপেই রয়েছে একটি নতুন ওয়েব সিরিজ যেটা সবথেকে বেশি চর্চায়। ইতিমধ্যেই ১১ লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে এই গা গরম করা সিরিজে। একবছর আগে রিলিজ হলেও আজও জনপ্রিয়তা রয়েছে একই রকম। চলুন দেখে নেওয়া যাক ওয়েব সিরিজের নাম।

ওয়েব সিরিজটির নাম হল ‘পত্র পেটিকা’ যেখানে দেখা যাচ্ছে গ্রামের এক গৃহবধূ তার বরের অপেক্ষায় থাকে। বিয়ের পর বৌকে রেখে শহরে চলে গিয়েছিল তাঁর বড়। প্রতিমাসে চিঠি দিয়ে যোগাযোগ হত তাদের। ধীরে ধীরে যে চিঠি দিতে আসত সেই পোস্টম্যানের সাথেই সম্পর্কে জড়িয়ে পরে ও গৃহবধূ। এমনকি তারা একসাথে রাট কাটাতেও শুরু করে দেয়। এরপর কি হল? সেটা জানার জন্য উল্লু অ্যাপ সাবস্ক্রাইব করে নিন। আর নিচে ছোট্ট একটা ট্রেলারও দেওয়া রইল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥