• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে না দিয়ে উপায় ছিলনা! ছেলে আদিত্যর বিয়ে নিয়ে মুখ খুললেন উদিত নারায়ণ

Published on:

বাবা উদিত নারায়ণের (Udit narayan) জন্মদিনেই গত ১লা ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন উদিত পুত্র আদিত্য নারায়ণ (Aditya narayan) । ইসকন মন্দিরে গিয়ে দীর্ঘ দিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালের (sweta agarwal) গলায় মালা পরিয়ে সাতপাকে বাঁধা পড়েন আদিত্য। করোনা আবহে মাত্র ৫০ জন সদস্য নিয়ে শুভকাজ সেরে ফেলেন এই তারকা সন্তান।

চলতি বছরের অক্টোবরেই আদিত্য শ্বেতা জানান বছর শেষেই নতুনভাবে জীবন শুরু করতে চলেছেন তারা। যেমন কথা তেমনই কাজ। উল্লেখ্য ২০১০ সালে সাপিত সিনেমার সেটে আদিত্যর সাথে আলাপ হয় শ্বেতার। তারপরই শুরু হয় তাদের সম্পর্ক। এবার নিজের ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণ।

ছেলের বিয়েতে বেজায় খুশি গায়ক। এমনকি স্ত্রী দীপার সঙ্গে নাচতে নাচতে ছেলের বিয়ের ‘বারাত’ ইসকন মন্দির অবধিও নিয়ে যেতে দেখা যায় উদিত নারায়ণকে। এদিন ছেলের বিয়ে প্রসঙ্গে তিনি সাফ জানান, ‘শ্বেতা আদিত্য ১০ বছর লিভ ইন সম্পর্কে ছিল। এবার সময় এসেছিল এই সম্পর্কটির আনুষ্ঠানিক মর্যাদা দেওয়ার।’ উদিত জানান,তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), ধর্মেন্দ্র, রণবীর সিং, শত্রুঘ্ন সিনহা, দীপিকা পাড়ুকোন, মাধুরী দীক্ষিতকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে করোনা (CoronaVirus) কালে তারকাদের উপস্থিতি বিয়ে প্রায় ছিলই না। মোদী জি এবং অমিতাভ জি আদিত্য এবং শ্বেতাকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান গায়ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥