• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিক্ষিত হয়ে বলিউড এসে ব্যর্থ! বক্স অফিসের এই ১০ ফ্লপস্টারদের শিক্ষাগত যোগ্যতা চমকে দেওয়ার মত

Published on:

Uday Chopra to Sonam Kapoor highly educated but flop celebrities of Bollywood

বলিউড (Bollywood) তারকাদের শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) নিয়ে সাধারণ মানুষের প্রচুর কৌতুহল থাকে। কে কতদূর পড়াশোনা করেছে এই নিয়ে মাঝেমধ্যেই চর্চা-আলোচনা শুরু হয়ে যায়। বি টাউনে এমন অনেক তারকা রয়েছেন যারা পড়াশোনায় গোল্লা হলেও অভিনয়ে সফল। আবার এমনও অনেকে আছেন যারা পড়াশোনাতেও তুখোড় হলেও বলিউডে তেমন সাফল্য পাননি। আজকের প্রতিবেদনে বলিউডের এমনই ১০ উচ্চশিক্ষিত তারকার (Highly Educated Bollywood Stars) নাম তুলে ধরা হল।

আমিশা পটেল (Ameesha Patel)- ‘গদর’ নায়িকা আমিশা পটেল মুম্বইয়ের ক্যাথিড্রাল এবং জন ক্যানন স্কুল থেকে পড়াশোনা করেছেন। এরপর যুক্তরাজ্য থেকে বায়ো-জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তিনি। পড়াশোনায় এত ভালো হলেও, বলিউডে তেমন সাফল্য পাননি আমিশা।

Ameesha Patel, Ameesha Patel education qualification

অভিষেক বচ্চন (Abhishek Bachchan)- অমিতাভ পুত্র জামনাভাই নার্সি স্কুল এবং বম্বে স্কটিশ স্কুল এবং মডার্ন স্কুল থেকে পড়াশোনা করেছেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি বস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পড়াশোনায় এত ভালো হলেও কেরিয়ারে বাবার মতো সফল হতে পারেননি অভিষেক।

Abhishek Bachchan, Abhishek Bachchan education qualification

তুষার কাপুর (Tusshar Kapoor)- জীতেন্দ্রর ছেলে তুষার কাপুরও প্রচণ্ড উচ্চশিক্ষিত। তুষার বম্বে স্কটিশ স্কুল থেকে পড়াশোনা করার পর মিশিগান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এছাড়াও বিশ্বের একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যবসা সম্বন্ধিত পড়াশোনা করেছেন তিনি।

Tusshar Kapoor, Tusshar Kapoor education qualification

উদয় চোপড়া (Uday Chopra)- যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার ভাই এবং ‘ধুম’ খ্যাত উদয়ও বাস্তব জীবনে বেশ শিক্ষিত। বম্বে স্কটিশ স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। এরপর উচ্চশিক্ষার জন্য সিডেনহ্যাম কলেজ অফ কমার্স এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উদয়।

Uday Chopra, Uday Chopra education qualification

আরবাজ খান (Arbaaz Khan)- সলমনের ভাই আরবাজ প্রথমে সিন্ধিয়া স্কুলে পড়তেন। এরপর সেন্ট স্ট্যানিসলাস স্কুলে ভর্তি হন আরবাজ। অভিনয়ে সাফল্য না পেলেও পড়াশোনায় তুখোড় ছিলেন তিনি।

Arbaaz Khan, Arbaaz Khan education qualification

সোনম কাপুর (Sonam Kapoor)- অনিল কাপুরের মেয়ে সিঙ্গাপুর থেকে নিজের উচ্চশিক্ষা সম্পূর্ণ করেছেন। এছাড়া মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন সোনম। বলিউডে বাবার মতো সফল না হলেও, বাস্তবে সোনম কিন্তু বেশ উচ্চশিক্ষিত।

Sonam Kapoor, Sonam Kapoor education qualification

অর্জুন কাপুর (Arjun Kapoor)- বলিউডের নামী অভিনেতা অর্জুনের নামও তালিকায় রয়েছে। শোনা যায়, অর্জুন ক্লাস ইলেভেন অবধি পড়াশোনা করেছেন। এরপর তিনি AAFT’তে ভর্তি হয়ে যান।

Arjun Kapoor, Arjun Kapoor education qualification

ইমরান খান (Imran Khan)- বি টাউনের অন্যতম সুদর্শন অভিনেতা ইমরানের নামও তালিকায় রয়েছে। ইমরান বিম্বে স্কটিশ স্কুল থেকে নিজের পড়াশোনা সম্পূর্ণ করেছেন। শোনা যায়, তিনি পড়াশোনায় বেশ ভালো ছিলেন।

Imran Khan, Imran Khan education qualification

জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)- হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির নামী প্রযোজক তথা অভিনেতা জ্যাকি ভাগনানির নামও তালিকায় রয়েছে। অভিনেতা এইচ.আর কলেজ অফ কমার্স অ্যান্ড একোনমিক্স থেকে নিজের উচ্চশিক্ষা সম্পূর্ণ করেছেন।

Jackky Bhagnani, Jackky Bhagnani education qualification

হরমন বাওয়েজা (Harman Baweja)- ঋত্বিক রোশনের ডুপ্লিকেট হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন হরমন। অল্প সময়েই পরিচিতি তৈরি করে ফেলেছিলেন দর্শকমহলে।

Harman Baweja, Harman Baweja education qualification

হরমন বলিউডে খুব একটা সফল না হতে পারলেও পড়াশোনায় কিন্তু তুখোড় ছিলেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিজের উচ্চশিক্ষা সম্পূর্ণ করেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥