বাঙালি দর্শকদের প্রিয় সিরিয়াল মিঠাই। সম্প্রতি জমজমাট হানিমুন পর্ব সেরে বাড়ি ফিরেছে উচ্ছেবাবু ও মিঠাই। দাদাই আর ঠাম্মির সাথে মিরিকে হানিমুনে গিয়েছিল দুজনে। অবশ্য সাথে হল্লাপার্টিও যোগ দিয়েছিল। সেখানেই মিঠাইয়ের আর দর্শকদের বহুদিনের ইচ্ছা পূরণ হয়েছে। পাহাড়ের মাঝে সবার সামনেই মিঠাইকে আই লাভ ইউ বলেছে সিদ্ধার্থ। যেটা শুনে খুশিতে আত্মহারা মিঠাই, আর উচ্ছসিত দর্শকেরাও।
তবে হানিমুন পর্ব শেষ হয়ে গিয়েছে, আবারও বাড়ি ফিরেছে মোদক পরিবার। বাড়ি ফিরতেই আরেক হল্লার আয়োজন তৈরী ছিল মিঠাই-সিদ্ধার্থের জন্য। মিঠাইয়ের হাতে ভিকট্রি ট্রফি তুলে দিয়েছে বাড়ির বাকিরা। এরপর সবাই মিলে জোর করতে সবার সামনেই আবারও মিঠাইকে মনের কথা জানায় সিদ্ধার্থ। বলে দাদাই ঠাম্মির মত সেও চায় মিঠাইয়ের সাথেই বুড়ো হতে। উচ্ছেবাবুর মুখে এই কথা শুনে লজ্জায় লাল মিঠাই।
বুঝতেই পারা যাচ্ছে পাহাড়ে যাবার পর একটা পরিবর্তন হয়েছে উচ্ছেবাবুর। আসলে মিঠাইয়কে যখন খুঁজে পাওয়া যাচ্ছিলো না তখন উচ্ছেবাবু বুঝতে পেরেছে তাকে ছেড়ে থাকা আর সম্ভব নয়। মিঠাইয়ের প্রতি আরও বেশি করে আকৃষ্ট হয়ে পড়ছে সে। সম্প্রতি সিরিয়ালের নতুন এক ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে জি বাংলা চ্যানেলের পক্ষ থেকে। সেখানে দেখা যাচ্ছে গোপালকে থ্যাংকু জানাতে বেশি করে মিষ্টি দিতে বলছে উচ্ছেবাবু।
উচ্ছেবাবুর মুখে এই কথা শুনে মিঠাইও অবাক। সোজা প্রশ্ন, কি ব্যাপার? গোপালকে বেশি মিষ্টি দিতে বলা হচ্ছে! যার উত্তরে সিদ্ধার্থ জানায় যে গোপাল তাকে হেলেপ করেছে তাই গোপালকে একটু বেশি দেওয়ার অনুরোধ করেছে সে মিঠাইয়ের কাছে। যেটা শুনে মিঠাই বলে, মিঠাই মাঝে নেই? ডিরেক্ট হেলেপ করে দিলো গোপাল!
এরপর মিঠাই আলাদা শুতে যেতে তাকে ধরে আনে সিদ্ধার্থ, নিজের সাথেই শুতে বলে। মিঠাই লজ্জামুখে না বলতে জোর করে শুতে বলার সময় বুঝতে পারে মিঠাইয়ের গায়ে জ্বর। কান্ড দেখেই আবারও রেগে লাল দাদুর রাগী নাতি। মিঠাইকে পাশে নিয়েই শুয়েছে সে। এমন একটা প্রোমো কি আর ভাইরাল না হয়ে থাকতে পারে! নিমেষের মধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের।