আজকাল বাচ্চা থেকে বুড়ো সব বয়সের মানুষই সোশ্যাল মিডিয়ার সাথে সড়গড় হয়ে পড়েছেন। শুধুমাত্র যোগাযোগ রক্ষা নয় বরং বিনোদনের নতুন মাধ্যম এখন এই সোশ্যাল মিডিয়া। ভালো খারাপ থেকে মজাদার বিচিত্র সমস্ত জিনিস চোখে পড়ে এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই। কিছু মানুষ নিজেদের প্রতিভা তুলে ধরেন তো কিছু মানুষ লোক হাসান। আবার কিছু জনের কান্ডকারখানা নেটপাড়ায় ভাইরাল হয়ে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় হয়।
সম্প্রতি এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে। আসলে জীবনে চলার পথে নানা ধরণের লোকজনের সম্মুখীন হতে হয়, কেউ ভালো তো কেউ খারাপ সবার সাথেই মিলে মিশে থাকতে হয়। তবে মাঝে মধ্যে ঝগড়া বিবাদও ঘটে যায়, এই ঝগড়া মৌখিক থেকে শুরু করে হাতাহাতির পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু সম্প্রতি এক ঝগড়ার ভিডিও সামনে এসেছে যেটা দেখে একপ্রকার হেসে গড়াগড়ি খাচ্ছেন আম জনতা।
পাড়ায় প্রতিবেশীদের মধ্যে ঝগড়া অনেকেই হয়তো শুনেছেন। উচ্চস্বরে চেঁচামেচি তো বটেই অনেক সময় কটূ কথাও বলতে শোনা যায়। কিন্তু কানে শুনলেও বাস্তবে কাদা ছোড়া ছুড়ি দেখেছেন? তাহলে এই ভাইরাল ভিডিওতে আপনি যেটা দেখবেন সেটা দেখলে হাসতে বাধ্য হবেন। কেন? কারণ বাস্তবে ঝগড়া করতে করতে ড্রেনের নোংরা কাদা একেঅপরের দিকে ছোড়াছুড়ি করছেন দুই মহিলা।
হ্যাঁ ঠিকই দেখছেন, বাস্তবেই ঝগড়া করতে করতে চরমে পৌঁছেছে পরিস্থিতি। শুরুতে রাগে গজ গজ করতে করতে ঝাঁটা দিয়ে একে অপরের ঘরের দিকে নোংরা আবর্জনা ছুঁড়ে দেওয়া হচ্ছিল। কিন্তু তাতে ঝগড়া মোটেই থামেনি। বরং রেগেমেগে শেষমেশ নর্দমা থেকে পাক তুলে ঘরের ভেতরের দিকে ছুঁড়তে শুরু করেছেন এক মহিলা।
https://youtu.be/uR47Py146VQ
তারপর আর কি এই দেখে আরেকজনও সেই একই কান্ড করতে শুরু করেন। মাঝে দুই যুবক বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকায় তাদের গায়েও নর্দমার আবর্জনা লেগে গিয়েছে। ঝগড়া যে এমনও হতে পারে সেটা হয়তো কল্পনাও করতে পারেননি অনেকেই।
এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলে যে ভাইরাল হবে সেটা একপ্রকার নিশ্চিত। আর হয়েছেও তাই, ভিডিওটি শেয়ার হওয়ার পরেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। আর এমন অদ্ভুত ঝগড়া দেখে শুরুতে অবাক হলেও পরে হেসে ফেলেছেন সকলেই।