• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আলাদিনের প্রদীপ ঘষলেই বেরোবে জিন! বিদেশি ডাক্তারকে টুপি পরিয়ে ২.৫ কোটি টাকা হাতালো তান্ত্রিক

Published on:

তন্ত্র সাধনার নামে জোচ্চুরির ঘটনা নতুন নয়। মানুষকে ভুল বুঝিয়ে, কুসংস্কারের বেড়াজালে আচ্ছন্ন করে টাকা লোপাটের কথাও আমরা আগেও শুনেছি। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের মেরঠে। দুই ঠগ ব্যবসায়ী নকল আলাদিনের প্রদীপ দেখিয়ে লন্ডন থেকে আসা এক ডাক্তারকে তা ২.৫ কোটি টাকায় বিক্রি করে। নিজেদের তান্ত্রিক বলে ডাক্তারকে ঠকায় ওই দুই ব্যবসায়ী। ঘটনা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

মেরঠের খয়েরনগর এলাকার ব্রক্ষপুরী পুলিশ স্টেশনের ঘটনা ৷ লায়েক খান নামের ওই ডাক্তার বৃহস্পতিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, ওই দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’-ও ৷

প্রতারিত ডাক্তার জানিয়েছেন, ২০১৮ সাল থেকেই সামিনা বলে এক মহিলার চিকিৎসা করেন তিনি ৷ ওই মহিলার বাড়িতেও ড্রেসিং করার জন্য বেশ কয়েকবার গিয়েছেন চিকিৎসক ৷ সেখানেই ইসলামউদ্দিন নামের এক তান্ত্রিকের সঙ্গে দেখা হয় ডাক্তারের ৷ ইসলামউদ্দিন ডাক্তারকে কথা দেয় তার জাদুর শক্তিতে একদিন কোটি কোটি টাকার মালিক হবেন ডাক্তার লায়েক খান ৷ আর সেই লোভে পড়েই সর্বহারা হন ডাক্তার। টাকা উদ্ধার হয়েছে কিনা সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তদন্ত চলছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥