সোশ্যাল মেডিয়াগুলিতে রোজই হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে। ভাইরাল এই ভিডিওগুলির দেখতে দেখতে বেশ সময় কেটে যায়। হাসির ভিডিও থেকে শুরু করে বিভিন্ন প্রতিভা বা আজব সমস্ত কাণ্ডকারখানা দেখা যায় এই ভিডিওগুলিতে। আবার অনেক সময় পশু পাখিদের কর্মকান্ড ও ভাইরাল হয়। এবারে একটি ভিডিও সোশ্যাল মেডীতে ভাইরাল হয়েছে যেখানে দুটি সাপের কান্ড দেখা গেছে।
সাপ নামটা শুনলেই অনেকে চমকে ওঠেন, দেখলে তো পালাই পালাই অবস্থা। বনে বাদাড়ে, রাস্তা ঘটে সাপ দেখলেই ভয়ে গলা শুকিয়ে যায় অনেকেরই। এবার মাঝ রাস্তায় দেখা গেল দুই বিষধর সাপকে। একে ওপরের সাথে তুমুল লড়াইয়ে ব্যস্ত দুটি সাপ। ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গলের পাশেই রাস্তার ধারে লড়াইয়ে মত্ত দুই সাপ। ভিডিওর শুরুতে জঙ্গল বেরিয়ে আসে সাপগুলি। দেখে কাউকেই একে অপরের থেকে কম বলে মনে হয় না। দুজনে জড়িয়ে পেঁচিয়ে একে অপরকে হারানোতে ব্যস্ত।
সাপের এই লড়াই নেটিজেনদের মন কেড়েছে। ভিডিওটি শেয়ার হবার পরেই ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি। মুহূর্তের মধ্যে হাজারো দর্শক এসে ভিডিওটি দেখেছেন। ইতিমধ্যেই ভিডিওতে দর্শকের সংখ্যা পাঁচ লক্ষ চাপিয়ে গেছে। বিদআতে ৪ লক্ষেরও বেশি রিঅ্যাকশন পড়েছে। সাথে রয়েছে হাজারো মন্তব্য।