• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্কুল ড্রেস পরেই বান্ধবীকে সিঁদূর পরাচ্ছে এক বাচ্চা ছেলে! নেটপাড়ায় ভাইরাল ‘পাকামি’র ভিডিও

ভাইরাল ভিডিও,ভাইরাল,স্কুল,পড়ুয়া,সিঁদূর,viral video,viral,school,school students

যুগ যতই আধুনিক হচ্ছে ততই অ্যাডভান্স হচ্ছে জেনারেশনও। কিন্তু এবার আধুনিকতার নামে এক্কেবারে মাত্রাছাড়া পাকামির ভিডিও প্রকাশ্যে এলো, যা দেখে তিতিবিরক্ত নেটিজেনরা৷ এদিকে আজকাল হাতে হাতে স্মার্টফোন আর ইন্টারনেট পৌঁছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে (Social Media) নেটিজেনদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভাইরাল ভিডিওর (Viral Video) সংখ্যাও। এবার ভাইরাল হয়েছে আরও এক অদ্ভুত ভিডিও। তবে আপনাকে হলফ করে বলতে পারি এই দৃশ্য আপনি আগে কোথাও দেখেননি

প্রতিদিন হাজারো ভিডিও ভাইরাল হয়ে পড়ে, যা নিমেষের মধ্যেই লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিও কখনো হাসায় তো কখনো মন ছুঁয়ে যাবার মত কান্ড কারখানা দেখা যায়। আবার কখনও সখনও কিছু কিছু ভিডিওর জেরে অনেক শিক্ষাও পায় সাধারণ মানুষ। কিন্তু সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনরা।

ভাইরাল ভিডিও,ভাইরাল,স্কুল,পড়ুয়া,সিঁদূর,viral video,viral,school,school students

ভিডিওতে দেখা যাচ্ছে দুই পুচকে স্কুল পড়ুয়া রীতিমতো বিয়ে সেরে ফেলেছেন মাঝ রাস্তাত দাঁড়িয়েই৷ ছেলে পড়ুয়াটিকে দেখা যায় তার বান্ধবীর কপালে সিঁদূর পরিয়ে দিতে৷ সবচেয়ে অবাক করা বিষয় হল তাদের দুজনের পরনেই ছিল স্কুল ড্রেস৷ আর অনেক নেটিজেনই এই ঘটনা দেখে মনে করছেন এতে স্কুলের অপমান হচ্ছে। মুখে মাস্ক, কাঁধে স্কুল ব্যাগ এবং স্কুলের ইউনিফর্ম পরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের, এবং পরবর্তীতে সিঁদুরের কৌটো থেকে সিঁদূর পরিয়েও দেয় ওই পুচকে খোকা।

ভাইরাল ভিডিও,ভাইরাল,স্কুল,পড়ুয়া,সিঁদূর,viral video,viral,school,school students

এই ভিডিও ভাইরাল হতেও বিশেষ সময় লাগেনি তা বলাই বাহুল্য। কেননা দীর্ঘদিন করোনার জন্য বন্ধ ছিল স্কুল। আর স্কুল খুলতেই যদি এই কান্ড ঘটে তবে তো অভিভাবকদের শিক্ষাপ্রতিষ্ঠানের উপর ভরসাই উঠে যাবে। অনেকেই দুই পড়ুয়াকে চূড়ান্ত পাকা বলেও উল্লেখ করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥