• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিকটিকির মতোন দেওয়াল বেয়ে নামছে দুইটি বানর ছানা! কান্ড দেখে হেসে খুন নেটিজেনরা

ভাইরাল ভিডিও,বানর ছানা,বানর,টিকটিকি,lizard,viral,viral video,monkey

Viral Video: সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের দুটো চোখ নিমেষে ঘুরে নিতে পারে গোটা পৃথিবী। আর এর দৌলতেই আমাদের চোখের সামনে উঠে আসে এমন কিছু ঘটনা যার জেরে মাঝে মাঝে তাজ্জব বনে যাই আমরা। আবার একেকটা ঘটনা দেখলে গায়ে রীতিমতো কাঁটা দেয়। তবে সোশ্যাল মিডিয়ার আরেকটি ভালো দিক হল অনেক অজানা প্রতিভা এর দৌলতে সকলের সামনে উঠে আসার সুযোগ পায়। আবার একেকটা কান্ড দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় হয়।

প্রসঙ্গত, করোনার (Corona Virus) দাপটের জেরে মানুষ আগের থেকে অনেকটাই বেশি ঘরমুখী হয়ে গিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে, এখন মানুষ যোগাযোগ রক্ষার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকেই। ভার্চুয়াল জগতেই এখন সবচেয়ে বেশি ভীড় জমান তারা।

ভাইরাল ভিডিও,বানর ছানা,বানর,টিকটিকি,lizard,viral,viral video,monkey

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কত কিছুই না জানতে পারি। কারোর কোনো অন্যায় কাজই বলুন বা কারোর সুপ্ত কোনো প্রতিভা সবই আজকাল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার দৌলতে। এমনকি বাচ্চাদের পাকা পাকা কোনো কথা হোক বা শিক্ষকের প্রতি তার কোনো অভিযোগ সবই আমরা সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মুঠোফোনে খুব সহজে দেখতে পাই।

ভাইরাল ভিডিও,বানর ছানা,বানর,টিকটিকি,lizard,viral,viral video,monkey

সম্প্রতি এমনই এক ভিডিও দেখে তাজ্জব বনে গিয়েছে নেটবাসী। বানরের বাঁদরামি দেখে কার্যত ভিরমি খাওয়ার জোগাড় হয়েছে সকলের। বানরকে লাফাতে তো আমরা সকলেই দেখেছি কিন্তু সরীসৃপ টিকটিকির মতো দেওয়াল বেয়ে নামতে দেখেছেন কখনো? কী অবাক হচ্ছেন? বিশ্বাস হচ্ছেনা? তবে দেখুন এই ভিডিও।

 

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

ভিডিওতে দেখা যাচ্ছে একটি বহুতল বিল্ডিং থেকে নামার উপায় খুঁজে না পেয়ে দেওয়াল বেয়ে টিকটিকির মতোই নেমে এলো দুই বানর ছাড়া। যেন তারা অভ্যস্ত এইভাবেই। এই মজার ভিডিও একটি ইন্সটা পেজ থেকে শেয়ার করে লেখা হয়েছে, ‘বাড়িতে চেষ্টা করবেন না’। স্বভাবতই এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥