• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কিছুই তো দেখা গেল না! রণবীরের নগ্ন শ্যুট নিয়ে ‘দুষ্টু’ মন্তব্য করে ট্রোলড অক্ষয় পত্নী টুইঙ্কল

Published on:

Twinkle Khanna,Ranveer Singh,Twinkle Khanna on Ranveer Singh,Twinkle Khanna on Ranveer Singh nude photoshoot,bollywood,entertainment,টুইঙ্কল খান্না,রণবীর সিং,রণবীর সিং প্রসঙ্গে টুইঙ্কল খান্না,বলিউড,বিনোদন

সৌজন্যে শুধুমাত্র একটি ফটোশ্যুট। ব্যাস, সেই কারণেই গত বেশ কয়েক সপ্তাহ ধরে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। কেউ তাঁকে তাঁর সাহসের জন্য সমর্থন করেছেন, আবার কেউ তাঁকে একহাত নিয়েছেন। তবে শুধু এটুকুতেই থেমে থাকেনি। অভিনেতার নগ্ন ফটোশ্যুট (Nude photoshoot) নিয়ে দায়ের হয়েছে অভিযোগও। এমনকি টেলিভিশন ডিবেটের বিষয়ও হয়ে দাঁড়িয়েছে এটি।

বলিউডের ‘খিলজি’ যখন এই বিতর্কে জড়ান, তখন তাঁর পাশে দাঁড়িয়ে এগিয়ে আসেন বি টাউনের বহু তারকা। অনেকে স্বরা ভাস্কর, আদিত্য রায় কাপুর, বিদ্যা বালানের মতো নামী অভিনেতা-অভিনেত্রীরা এই বিষয়ে নিজেদের মতামতও দিয়েছেন। এবার সম্পূর্ণ বিষয়ে মুখ খুললেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ঘরণী এবং অভিনেত্রী টুইঙ্কল খান্না (Twinkle Khanna)।

Twinkle Khanna

সুপারস্টার রাজেশ খান্নার কন্যা তাঁর স্পষ্টবাদী স্বভাবের জন্য বেশ পরিচিত। মাঝেমধ্যেই নানান বিষয়ে একেবারে স্পষ্টভাবে বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে। রণবীরের বিষয়েও এর অন্যথা হয়নি। সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমে লেখার সময় রণবীরের নগ্ন ফটোশ্যুট নিয়ে নিজের বক্তব্য রাখেন টুইঙ্কল।

বলিপাড়ার এই অভিনেত্রী-প্রযোজক লিখেছেন, অনেক বেশি কিছু দেখানো তো দূর। রণবীর নাকি অনেক কম দেখিয়েছেন। চশমা পরে, আতস কাঁচ দিয়ে দেখেও একদমই বেশি কিছু দেখা যাচ্ছে না। টুইঙ্কলের মতোই অনেকটা এক সুর এর আগে শোনা গিয়েছিল অভিনেত্রী বিদ্যা বালানের গলাতেও। আর তখন যেমন নেটিজেনদের একাংশের ট্রোলের শিকার হয়েছিলেন বিদ্যা, তেমনই এখন অনেকে অক্ষয় কুমারের ঘরণীকেও নিশানা করছেন।

Twinkle Khanna

রণবীরের জীবনে যখন একদিকে বিতর্কের ঝড় বইছে, তখন তাঁর পাশে এসে দাঁড়িয়েছে বলিউডের বহু নামী তারকা। সেই তালিকায় নাম রয়েছে করিনা কাপুর খান, অর্জুন কাপুর, স্বরা ভাস্কর, সুমনা চক্রবর্তীর মতো তারকাদের। করিনা যেমন বলেছিলেন, মানুষের কাছে প্রচুর ফাঁকা সময় আছে বলেই তাঁরা এখনও এই বিষয়টি নিয়ে চর্চা করছেন।

তবে বলিপাড়ার বহু তারকা রণবীরের পাশে দাঁড়িয়ে মুখ খুললেও এই বিষয়ে একেবারে মুখ কুলুপ এঁটে রেখেছেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই বিতর্কের মাঝে শুধুমাত্র স্বামীর সঙ্গে কয়েকটি রোম্যান্টিক ছবি পোস্ট করেছিলেন বড় পর্দার ‘মস্তানি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥