• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হেঁড়ে গলায় গান গেয়ে শেয়ার করলেন টুইঙ্কেল খান্না! শুনেই অজ্ঞান শ্রোতা, মজার মন্তব্য নেটিজেনদের

Published on:

টুইঙ্কেল খান্না,অক্ষয় কুমার,Twinkle Khanna,Twinkle Khanna Singing,ভাইরাল ভিডিও,Viral Video

বলিউড (Bollywood) অভিনেত্রী টুইঙ্কেল খান্না (Twinkle Khanna) নিজের দক্ষ অভিনয়ের জন্য বেশ পরিচিত। এছাড়াও অভিনেত্রীর আরও একটি পরিচয় রয়েছে, অক্ষয় কুমারের (Akshay Kumar) স্ত্রী টুইঙ্কেল খান্না। অভিনয় ছাড়াও একজন লেখিকা তিনি, একপ্রকার বহুমুখী প্রতিভা। কিন্তু একজনের মধ্যে তো আর সব থাকতে পারে না! তেমনি টুইঙ্কেলের অভিনয় ও লেখার ক্ষমতা ভালো হলেও গানের গলাটা খুব একটা ভালো নয়।

অভিনেত্রী নিজেও নিজের গানের গলা সম্পর্কে বেশ পরিচিত। তবে চোখের সামনে যদি প্রিয় খাবারটা চলে আসে তাহলে মাঝে মধ্যে আনন্দে গান বেরিয়েই যায়। টুইঙ্কেলের ক্ষেত্রেও তাই হয়েছে, সামনে লাডডু দেখে গলা ছেড়ে গান ধরেছেন অভিনেত্রী। আর নিজের এই গানের জেরেই এবার নেটপাড়ায় ট্রোলের শিকার হলেন টুইঙ্কেল।

টুইঙ্কেল খান্না,অক্ষয় কুমার,Twinkle Khanna,Twinkle Khanna Singing,ভাইরাল ভিডিও,Viral Video

আসলে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করে নেন লক্ষ লক্ষ অনুগামীদের সাথে। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে গান গাইতে দেখা যাচ্ছে তাকে। ভিডিওতে দেখা যাচ্ছে চেয়ারে বসে টেবিলে সাজানো লাড্ডুর দিকে তাকিয়ে আছেন তিনি। আর লাড্ডু দেখে গান ধরেছেন, ‘সাজন’ ছবির গান ‘মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়’।

টুইঙ্কেল খান্না,অক্ষয় কুমার,Twinkle Khanna,Twinkle Khanna Singing,ভাইরাল ভিডিও,Viral Video

টুইঙ্কেলের হেড়ে গলায় এমন গানের ভিডিও দেখলে যে কেউ হেসে ফেলতে পারেন। অবশ্য অভিনেত্রী নিজেও সেটা বেশ ভালোই বুঝতে পেরেছেন। তিনি বলেওছেন, এমন গান শুনলে কান দিয়ে আগুন বেরিয়ে যেতে পারে। কিন্তু তাও গান গাওয়া থামানো যাবেন। বরং তিনি জানান, এমন ভয়ঙ্কর গলায় যারা গান গাইতে পারেন তারা নিজেদের ভিডিও করে শেয়ার করুন।

অভিনেত্রীর এই গানের ভিডিও শেয়ার হবার পর ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল ভিডিও দেখে নেটিজনরাও মন্তব্য করতে ছাড়েন নি। কিছুজন গানের প্রশংসা করেছেন তো কেউ আরো অন্য গান গাওয়ার জন্য অনুরোধ করেছেন। আর কিছুজন মজার ছলেই কমেন্ট করেছেন। এক নেটিজেনদের মত আপনার গান শুনে ব্যালকনির পায়রাগুলো অজ্ঞান হয়ে গেল। যদিও নেটিজেনদের কটাক্ষ মোটেও কানে নেননি অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥