• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই রিলিজ হচ্ছে ছোট্ট তানি মুনির গাওয়া রবীন্দ্র সংগীত, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়াতে

Published on:

ছোট্ট দুই বোন তানি আর মুনি, সোশ্যাল মিডিয়াতে বর্তমানে বেশ জনপ্রিয়। দীর্ঘ লকডাউনের পর একের পর এক গান গেয়ে মাতিয়ে ছিল এই দুই বোন। বয়স মাত্র ৬ বছর,তাতে কি সুরেলা গলায় একের পর এক রবীন্দ্র সংগীত দর্শকদের উপহার দিয়েছিল এই দুই বোন। যা দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে। তানি ও মুনির আসল নাম শ্রেয়া দত্ত ও সৃষ্টি দত্ত। তাদের ঠাকুমা তাদের ভালোবেসে নাম দিয়েছিল তিনি আর মুনি।

লকডাউনের পরে সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেইসবুক ও ইউটিউবে ভাইরাল হয় দুই বোনের প্রায় প্রতি গানই। জানা  যায় একেবারে ছোট বেলা থেকেই বাবার গান শুনে গানের সাথে গলা মিলিয়ে প্র্যাক্টিস করত দুজনেই। পোে সেই গানই পোস্ট করা হয় ফেইসবুক ও ইউটিউবে। যা মুহূর্তে ভাইরাল হয়ে পরে।

https://www.youtube.com/watch?v=jQxnX3-e1UM

মধ্যমগ্রামের দত্ত বাড়ির এই দুই ক্ষুদে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তাদের গানের জেরে বেশ জনপ্রিয়। ফেসবুকে হৃদয়ের রং বলে একটি পাজি তাদের গানের ভিডিও পোস্ট করা হয়েছে। সম্প্রতি দুই বোন মাইল একটি জনপ্রিয় রবীন্দ্র সংগীত “ফুলে ফুলে ঢলে ঢলে”গানের একটি ভিডিও আপলোড করেছে। যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মুহূর্তে।

ছোট দুই বোন গানের সাথে মিল রেখে সেজেগুজে এসে নিজেদের গান পরিবেশন করে। যা দেখতেও লাগে দারুন সুন্দর। যেমন “ফুলে ফুলে ঢলে ঢলে” গানে দুই বোন হাজির হয়েছে শাড়ির সাথে মাথায় জুঁই ফুলের মালা নিয়ে।দেখে নিন সেই ভিডিও।

https://www.facebook.com/Hridoyerrongofficial/videos/334264240986260

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥