• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিন বছরের প্রেমে শুভ পরিণতি, সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল ত্বরিতা-সৌরভের বিয়ের ছবি

Sourav Banerjee Twarita Chatterjee wedding

অপেক্ষার অবসান। অবশেষে পূর্ণতা পেল সৌরভ ব্যানার্জি (Sourav Banerjee) এবং ত্বরিতা চ্যাটার্জি (Twarita Chatterjee) এর তিন বছরের প্রেম। গতকাল অর্থাৎ ১৫ ই জানুয়ারি বছরের প্রথম বিয়েটা সেরে ফেললেন এই মিষ্টি জুটি।

Sourav Banerjee Twarita Chatterjee

পরিবার বন্ধু, আত্মীয় স্বজন সকলেই উপস্থিত ছিলেন তাদের বিয়েতে। চোখ ধাঁধানো বিয়ের আসর যেন কার্যত চাঁদের হাট। এদিন টলিপাড়ার অসংখ্য তারকারাই উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে।

Sourav Banerjee Twarita Chatterjee wedding

আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসছিল বিয়ের আসর। ১৭ জানুয়ারি গ্র্যান্ড রিসেপশন। এদিন বিয়ের অনুষ্ঠানে সকাল থেকেই ত্বরিতার সঙ্গে আঠার মতো লেগে ছিলেন টলিউডের মিষ্টি অভিনেত্রী সন্দীপ্তা সেন।

Sourav Banerjee Twarita Chatterjee wedding

উপস্থিত ছিলেন সদ্য বিবাহিতা টলিউডের পাওয়ার কাপল গৌরব চ্যাটার্জি (Gourab Chatterjee) এবং দেবলীনা কুমার (Devlina Kumar) -ও। কালো বেনারসী এবং কালো ধুতি পাঞ্জাবিতে সেজে ভাইয়ের বিয়েতে সকলের নজর কেড়েছেন গৌরব দেবলীনা।

Sourav Banerjee Twarita Chatterjee wedding

এছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন রাণী রাসমণি ধারাবাহিকের গোটা টিম। দিতিপ্রিয়া রায়, বিশ্ববসু বিশ্বাস থেকে শুরু করে পর্দার রামকৃষ্ণ সকলেই উপস্থিত ছিলেন বিয়েতে।

বিয়ের দিন সম্পূর্ণ বাঙালি সাজে সকলের নজর কেড়েছেন ত্বরিতা। টুকটুকে লাল বেনারসী সঙ্গে সোনার ভারী গয়নায় চোখ ফেরানো যাচ্ছিল না অভিনেত্রীর দিক থেকে, পাশাপাশি সাবেকি ঢঙের ধুতি পাঞ্জাবিতে সৌরভকেও লাগছিল অনন্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥