বাংলা সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্ক কিন্তু আজকের নয়। বহুদিন ধরেই সিরিয়ালের সাথে গড়ে উঠেছে দর্শকদের সম্পর্ক। এই কারণে নিয়মিত সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররাও দর্শকদের অত্যন্ত কাছের হয়ে ওঠেন। তাই সিরিয়াল শেষ হয়ে গেলিও তার চরিত্রদের ভুলতে পারে না দর্শক। বাংলা টেলিভিশন জগতে এমনই বেশ কিছু সিরিয়াল আছে যা শেষ হয়ে যাওয়ার পরেও তার রেশ থেকে যায় দর্শকমহলে।
এমনই একটা সময় স্টার জলসা পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ‘ওগো বধূ সুন্দরী’ (Ogo Bodhu Sundori)। তখনকারদিনের এই মেগা সিরিয়ালে নবাগতা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের। প্রথম সিরিয়াল থেকেই দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন ঋতাভরী। হয়তো একেই বলে ভাগ্য! কিন্তু জানলে হয়তো অনেকেই অবাক হবেন এই সিরিয়ালে দর্শক হয়তো ঋতাভরী চক্রবর্তীকে কোনোদিনই দেখতে পেতেন না যদি না আরেকজন অভিনেত্রী এই চরিত্রটি করার প্রস্তাব ফিরিয়ে দিতেন।
তবে সেই অভিনেত্রী আর কেউ নন তিনি হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ত্বরিতা চক্রবর্তী। সালটা ছিল ২০০৮ সেই বছরেই কলকাতার ম্যাডক্স স্কয়ারে বন্ধুদের সাথে পুজোর আড্ডা দিচ্ছিলেন ত্বরিতা চক্রবর্তী। তবে তখনও তিনি অভিনেত্রী হয়ে ওঠেন নি। সে সময় নিজের অজান্তেই এক চিত্র সাংবাদিকের লেন্সবন্দী হয়েছিলেন ত্বরিতা। সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই প্রযোজক রবি ওঝার ধারাবাহিক ওগো বধূ সুন্দরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ত্বরিতা।
কিন্তু সেসময় ললিতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ত্বরিতা। পরবর্তীতে তার পরিবর্তে বেছে নেওয়া হয়েছিল ঋতাভরী চক্রবর্তীকে। অল্পদিনেই ললিতা চরিত্রে ঋতাভরির অভিনয় আর সিরিয়ালের ছিমছাম গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। তাই সিরিয়াল শেষ হওয়ার এত বছর পরেও তা নিয়ে চর্চা অব্যাহত। কিন্তু এমন একটা সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আফসোস কি একেবারেই হয় না!
সম্প্রতি এসম্পর্কে হিন্দুস্তান টাইমস বাংলায় মুখ খুলে ছিলেন ত্বরিতা। অভিনেত্রীর কথায় ‘তখন আমি জানতাম না ধারাবাহিকটি এত সফল হবে’। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে অভিনেত্রী বলেছেন বাড়ি থেকে অভিনয় করার অনুমতি পাননি তিনি তাই একপ্রকার বাধ্য হয়েই না বলে দিতে হয়েছিল।
আসলে ত্বরিতা অনেক ছোটবেলাতেই নিজের বাবাকে হারিয়েছিলেন। তাই মায়ের কথা অমান্য করে অভিনয়ে আসতে চাননি তিনি। তবে ললিতা চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও নিজের ক্যারিয়ার নিয়ে কিন্তু সন্তুষ্ট ত্বরিতা। জি বাংলার ‘কড়িখেলা’, ‘রানী রাসমণি’, ‘কাদম্বিনী’-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।