• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিন মাসের বিরতি শেষ! জগদ্ধাত্রীর জীবনে নতুন বিপদ আসছে উত্তম কুমারের নাতবৌ ত্বরিতা

Published on:

ত্বরিতা চ্যাটার্জী,Twarita Chatterjee,কামব্যাক,Comeback,জগদ্ধাত্রী,Jagadhatri,নেতিবাচক চরিত্র,Negative Role

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন ত্বরিতা চ্যাটার্জী (Twarita Chatterjee)। সম্পর্কের দিক দিয়ে দেখতে গেলে তিনি হলেন মহানায়ক উত্তম কুমারের নাত বউ ত্বরিতা। মাত্র তিন মাস আগেই টিভির পর্দায় শেষ হয়েছে ত্বরিতা অভিনীত  সিরিয়াল ‘কড়ি  খেলা’। এই ধারাবাহিকে সাদামাটা এক সুন্দর চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

সাধারণত বেশিরভাগ সিরিয়াল এই ত্বরিতাকে দেখা গিয়েছে পজিটিভ চরিত্রে। তা সে ‘কড়ি খেলা’ হোক কিংবা ‘রানী রাসমণি’ অথবা ‘কাদম্বিনী’। বেশীরভাগ সিরিয়ালেই সাদামাটা ভালো মানুষের চরিত্রে দেখা গিয়েছে ত্বরিতাকে। তবে শুধু পজিটিভ নয় নেগেটিভ চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ব্লুজ প্রোডাকশনের হৃদয় হরণ বিএ পাস ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন ত্বরিতা।

Twarita Chatterjee

তবে কড়িখেলা শেষ হওয়ার পর বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরছেন ত্বরিতা। আর এবার তিনি ফিরছেন ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) সিরিয়ালে একটি নতুন নেগেটিভ চরিত্রে (Negative Role)। এমনটাই খবর টেলিপাড়া সূত্রে। জানা যাচ্ছেজি বাংলার নতুন সিরিয়াল জগদ্ধাত্রীতে নায়কের দিদির চরিত্রে দেখা যাবে ত্বরিতাকে। সম্প্রতি এই খবরের সত্যতা জানতে আনন্দবাজার অনলাইনে তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে।

Twarita Chatterjee

জল্পনা জিইয়ে রেখেই খবরের সত্যি মিথ্যে কোনটাই স্বীকার না করেই অভিনেত্রী বলেছেন ‘ধূসর চরিত্র কিনা জানিনা এত খোলসা করে বলতে পারব না’। তবে তিনি আবার কামব্যাক করছেন এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েই অভিনেত্রী জানিয়েছেন  এই নতুন কাজ নিয়ে তিনি ভীষণই উত্তেজিত।

Jagadhatri serial

তবে দর্শকদের ওপরেই বিচার করার দায়িত্ব ছেড়ে দিয়ে অভিনেত্রী বলেছেন ‘আমি খুবই উত্তেজিত তবে ভালো না খারাপ সেটা দর্শক ধীরে ধীরে জানতে পারবেন। অভিনেত্রীর কথায় তার এই চরিত্রে অনেক রং রয়েছে। জানা যাচ্ছে আপাতত অভিনেত্রী মন দিতে চাইছেন তার নতুন ধারাবাহিকের কাজে। পুজোর পরেই শুরু হয়ে যাবে ত্বরিতার এই নতুন ধারাবাহিকের শুটিং। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥