কম বেশি বলিউড (Bollywood) ও টলিউড (Tollywood)অভিনেতা অভিনেত্রীদের আমরা সকলেই চিনি। অনেকে হয়তো তাদের কিছু খোঁজ খবরও রাখি। সেলেব্রিটিদের ঘরের কথা জানতে কে না পছন্দ করে বলুন। এই যেমন ধরুন কেমন তাদের পরিবার। কার সাথে বর্তমানে প্রেমে মগ্ন রয়েছেন তারা এই সব। বেশির ভাগ সেলেব্রিটিরাই আবার এখন সোশাল লাইফে বেশ সক্রিয়। যার ফলে সেলেব্রিটিদের জীবনের কিছু কথা জানা যায়। আসুন এবার দেখে নেওয়া যাক জনপ্রিয় বাংলা ধারাবাহিকগুলির কিছু সেলেব্রিটিদের লাভ লাইফের কথা।
১. ভাগ্যলক্ষী সিরিয়ালের নায়িকা ভাগ্যশ্রী
ভাগ্যলক্ষী সিরিয়ালের নায়িকা ভাগ্যশ্রী ওরফে শার্লি মোদক (Sharli Modak)তার অভিনয়ের জেরে বেশ জনপ্রিয়। অভিনেত্রী আসলে জলপাইগুড়ির বাসিন্দা। শার্লির প্রেমিকের নাম মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, সেও শিলিগুড়ির বাসিন্দা।
২. নজর ও নেতাজি সিরিয়ালের অভিনেত্রী
সীমারেখা সিরিয়ালের বিন্দি থেকে দর্শকদের সাথে পরিচয় হয় অভিনেত্রী দিয়া মুখার্জীর (Diya Mukherjee)। এর পর নজর ও নেতাজি সিরিয়ালে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অভিনেত্রী জনপ্রিয় টেলি তারকা অভিষেক বোসের সাথে প্রেমের সম্পর্কে আছেন দীর্ঘ দিন। জানা যায় সীমারেখা সিরিয়ালে কাজ করার সময়ই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।
৩. ইরাবতী ইরা
বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। সুন্দরী এই অভিনেত্রী ইরাবতী রূপকথা সিরিয়ালে ইরার চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের বেশ প্রিয়। অভিনেত্রীর প্রেমিকের নাম সৈকত বারুই।
৪. ফাগুন বৌ সিরিয়ালের অভিনেত্রী
বাঙালি অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindreela Sen)। বাংলা ধারাবাহিকের এই অভিনেত্রীকে শেষ ফাগুন বৌ সিরিয়ালে মূল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনেত্রী জনপ্রিয় বাংলা সিনেমার অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hajra) সাথে প্রেম করেন। শীঘ্রই তারা বিয়েও করতে চলেছেন।
৫. রানী রাসমণি সিরিয়ালের মথুরা মোহন বিশ্বাস
রানী রাসমণি সিরিয়ালের মথুরা মোহন বিশ্বাস অর্থাৎ গৌরব চ্যাটার্জী (Gourav Chatterjee)। রানী রাসমণি সিরিয়ালের জনপ্রিয়তা সর্বদাই থাকে তুঙ্গে, যার ফলে অভিনেতার জনপ্রিয়তাও শিখরে পৌঁছেছে। এই অভিনেতা দেবলীনা কুমার নামাক একজনের সাথে প্রেম করেন। জানা যায় দীর্ঘ দিনের সম্পর্ক তাদের।
৬. সাঁঝের বাতি সিরিয়ালের চারু
জনপ্রিয় বাংলা সিরিয়াল সাঁঝের বাতি।এই সিরিয়ালে মূল চরিত্র চারুর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Ray)। অভিনেত্রীর প্রেমিকের নাম সায়ান্ত মোদক। সায়ান্ত নিজেও একজন অভিনেতা। সায়ান্তকে শেষ রাখি বন্ধন সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল।
৭. কাদম্বিনী সিরিয়ালের মোহিত সেন
বাংলা সিরিয়ালের জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম হল কাদম্বিনী। সত্য ঘটনা অবলম্বনে তৈরী এই সিরিয়ালের জনপ্রিয়তা তুঙ্গে। সিরিয়ালে মোহিত সেনের চরিত্রে অভিনয় করছেন রাহুল দেব বোস (Rahul Deb Bose)। তার প্রেমিকা হলেন জনপ্রিয় অভিনেত্রী রুশা চ্যাটার্জী (Rusha Chatterjee)।
৮. সাত ভাই চম্পার চম্পা
জনপ্রিয় অভিনেত্রী প্রমিত চক্রবর্তী (Promita Chakraborty) , সাত ভাই চম্পা সিরিয়ালে তাকে চম্পার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। অভিনেত্রী বর্তমানে রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajeet Mukhopadhyay)। তারা শীঘ্রই বিয়ে করতে চলেছেন।
৯. আলো ছায়া সিরিয়ালের বাবান
অভিনেতা কৌশিক রায় (Kaushik Roy), বর্তমানে তিনি আলো ছায়া সিরিয়ালে বাবানের চরিত্রে অভিনয় করছেন। কৌশিক অভিনেত্রী দীপশিতা মিত্রের (Deepshita Mitra) সাথে বহুদিন ধরে প্রেম করছেন।
১০. খড়কুটো সিরিয়ালের গুনগুন
অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha) বর্তমানে খড়কুটো সিরিয়ালে মূল চরিত্র গুগুনের ভূমিকায় অভিনয় করছেন। অভিনেত্রী জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) সাথে প্রেম করছেন।